রাশিয়া থেকে প্রতিদিন ১০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল কেনে ভারত! পিছিয়ে ইরাক এবং সৌদি আরবও

বাংলা হান্ট ডেস্ক : তেল আমদানিতে ভারতের (India) নাম শীর্ষ দেশগুলির তালিকায় রয়েছে। ২০২২ সালের ডিসেম্বর মাসে রাশিয়া (Russia) থেকে অপরিশোধিত তেল আমদানির নিরিখে ইদানিংকালের মধ্যে একেবারে শীর্ষ স্থানে পৌঁছে গেল ভারত। প্রতি দিন ১০ লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল আমদানি করছে ভারত। গত বছর মার্চ মাস পর্যন্ত এই আমদানির পরিমাণ ছিল ০.২ শতাংশ। ডিসেম্বর মাসে তা দাঁড়ায় ১.১৯ মিলিয়ন বিপিডি।

গত নভেম্বর মাসে ৯০৯.৪০৩ বিপিডি ক্রুড অয়েল আমদানি করা হয়। অক্টোবর মাসে আমদানির পরিমাণ ছিল ৯৩৫.৫৫৬ বিপিডি। আর আগের একটি রেকর্ডে বলা হয়েছে গত জুন মাসে সবথেকে বেশি অপরিশোধিত তেল আমদানি করা হয় রাশিয়া থেকে। তার পরিমাণ ছিল প্রায় ৯৪২.৬৯৪ বিপিডি। ইরাক ও সৌদি আরব থেকেই তেল আমদানি করে থাকে অন্যান্য দেশগুলি। তবে সেই জায়গায় এক নম্বর জায়গা দখলের দিকে এগিয়ে আসছে পুতিনের দেশ।

MODI PUTIN 9

প্রসঙ্গত, রাশিয়ার তেলের দাম বেঁধে দেওয়ার পক্ষে মতামত দেয় ইউরোপিয়ান ইউনিয়ন। এদিকে রাশিয়ার তেলের দাম ৬০ মার্কিন ডলারের থেকে কম হিসাবে বেঁধে দেওয়া হয়। ভারত গোটা বিশ্বের মধ্যে তৃতীয় তেল ব্যবহারকারী ও তেল আমদানিকারক দেশ। সব মিলিয়ে ৮৫ শতাংশ তেল তারা আমদানি করে আমাদের দেশ। সেই অপরিশোধিত তেল থেকেই তৈল শোধনাগারে পেট্রল ও ডিজেলে পরিণত করা হয়।

এনার্জি ইনটেলিজেন্স ফার্ম ভোরটেক্সা জানায়, ভারত গত ডিসেম্বরে ইরাক থেকে ৮০৩.২২৮ বিপিডি তেল কেনে। ৭১৮.৩৫৭ বিপিডি তেল সৌদি আরব থেকে আমদানি করে। ইউনাইটেড আরব এমিরেটস তেল আমদানিতে আমেরিকাকেও ছাপিয়ে গিয়েছে। দেখা যাচ্ছে ইউনাইটেড আরব এমিরেটস থেকে ভারতে তেল এসেছে ৩২৩.৮১১ বিপিডি। অপরদিকে আমেরিকা থেকে ভারতের গত ডিসেম্বরে তেল আমদানি হয়েছে ৩২২.০১৫ বিপিডি।

Sudipto

সম্পর্কিত খবর