বাংলা হান্ট ডেস্কঃ গতকাল জামিনে (Bail) মুক্তি পেয়েছেন জলপাইগুড়ির (Jalpaiguri) স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস (Ankur Das)। গত বুধবার সরকারের বিরুদ্ধে চক্রান্ত ও মিথ্যা প্রচারের অভিযোগে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর ৫ দিনের পুলিশ হেফাজত শেষে রবিবার অন্তর্বর্তীকালীন জামিনে মুক্তি পেলেন অঙ্কুরবাবু। আর ছাড়া পেয়েই তাঁর স্পষ্ট বক্তব্য, আর্ত মানুষের পাশে দাঁড়াবই।
মুক্তি পেয়ে ঠিক কী বললেন তিঁনি? এদিন অঙ্কুরবাবু বলেন, ‘সেদিন লক্ষ্মীদেবী দেওয়ানের দেহ নিয়ে যাওয়ার জন্য যারা ৩০০০ টাকা ভাড়া চেয়েছিল তারা আজ ১৭ টাকা কিলোমিটার ভাড়ায় অ্যাম্বুল্যান্স চালাচ্ছে। তাহলে সেদিন তাঁরা গেল না কেন? আসল অভিযুক্তদের আড়াল করতে আমাকে গ্রেফতার করেছিল পুলিশ।’ তাঁর সংযোজন, ‘আমি প্রথম দিনই বলেছিলাম সত্যের জয় হবে। আজ সেটাই হল। প্রভাবশালীদের চাপে পুলিশ যে কাজ করেছে, সেটার নিন্দা করি। প্রকৃত দোষীদের আড়াল করার জন্যই আমার বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছিল।’
ঘটনার সূত্র গত ৫ জানুয়ারি। ক্রান্তির বাসিন্দা লক্ষ্মীরানি দেওয়ানের মৃত্যুর পর জলপাইগুড়ি জেলা হাসপাতাল থেকে তাঁর দেহ কাঁধে নিয়ে হাটতে দেখা যায় ছেলেকে। ছেলে রামপ্রসাদ অভিযোগ করেন, জলপাইগুড়ি থেকে মূর্তি পর্যন্ত দেহ নিয়ে যাওয়ার জন্য ৩০০০ টাকা দাবি করছে অ্যাম্বুল্যান্স। অন্যদিকে সেই পরিমান টাকা দেওয়ার ক্ষমতা না থাকায় শদেহ কাঁধে করে নিয়েই রওনা দেন ছেলে। এরপর এই ঘটনার খবর পেয়ে যুবককে শববাহী গাড়ির ব্যবস্থা করে দেন স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার অঙ্কুর দাস।
এই ঘটনার পরেই বেসরকারি অ্যাম্বুল্যান্স সংগঠনের তরফে অভিযোগ করা হয়, পুরো ঘটনাটিই পূর্ব পরিকল্পিত। রাজ্য সরকার এবং অ্যাম্বুল্যান্স সংগঠনের নাম খারাপ করার জন্যই অঙ্কুর এমনটা করেছিলেন বলেও অভিযোগ ওঠে। এরপরেই তাঁর বিরুদ্ধে সরকারের নামে অপপ্রচারের অভিযোগ তুলে অভিযোগ দায়ের করে পুলিশ। গ্রেফতার করা হয় অঙ্কুরবাবুকে। অবশেষে ৪ দিন হেফাজতে থাকার পর রবিবার জামিন পায় অঙ্কুর দাস। আগামী মাসের ১৫ তারিখ পুনরায় তাঁকে ফের আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
এবিষয়ে তাঁর স্ত্রী জানান, ‘যে ভাবে সাধারণ মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন তাতে আমরা আপ্লুত। এটা আমাদের লড়াইয়ে জয়ের প্রথম ধাপ।’ অন্যদিকে শাসকদলকে একহাত নিয়ে বিজেপি নেতা বাপি গোস্বামী বলেন, ‘তৃণমূলের মুখে ঝামা ঘষে জামিন দিয়েছে আদালত। এতে আশা করি এই স্বৈরাচারী সরকার শিক্ষা নেবে।’