আচমকাই নবান্নে সৌরভ! তৃণমূলে যোগ দেবেন কি মহারাজ? তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: তিনি অক্টোবর মাসে হারিয়েছেন বিসিসিআইয়ের (BCCI) সভাপতির পথ। তারপর ইঙ্গিত দিয়েছিলেন সিএবি সভাপতি হওয়ার। শেষমেষ তেমনটা হয়নি। সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly) আবার ফিরেছেন আইপিএলে (IPL 2023) । আইপিএল ফ্রাঞ্চাইজি দিল্লি ক্যাপিটাল (Delhi Capitals) ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হিসেবে এই মরশুমে কাজ করবেন সৌরভ। সৌরভের ভবিষ্যৎ কি সেটা জানতে পারার পর সকলেই নিশ্চিন্ত ছিলেন। কিন্তু আজ মমতা ব্যানার্জির (Mamata Banerjee) সঙ্গে তিনি দেখা করার পর গড়ে উঠছে নতুন জল্পনা।

হ্যাঁ, ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায় হাজির হয়েছিলেন নবান্নে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে কিছু আলাপ আলোচনা করেছেন তিনি। তবে বেশিক্ষণ সেখানে উপস্থিত ছিলেন না। মাত্র ২০ মিনিটের বৈঠক সেরে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যান সৌরভ।

সোমবার সকালে জেলা শহর থেকে ফিরেছিলেন মুখ্যমন্ত্রী। মুর্শিদাবাদে জনসভা ছিল তার। নবান্নে ফিরে প্রাক্তন বিশেষায় সভাপতির সঙ্গে বৈঠক সম্পন্ন করেন তিনি। সৌরভ বিকেল ৪টে নাগাদ উপস্থিত হয়েছিলেন নবান্নে। ৪টে বেজে ২০ মিনিট নাগাদ তিনি সেখান থেকে বেরিয়ে যান।

সৌরভের সামনে প্রশ্ন রাখা হলে আমি স্পষ্ট করে কিছু বলতে চাননি। মমতা ব্যানার্জির তরফ থেকেও কোন ইঙ্গিত পাওয়া যায় নিজেকে কি বিষয়ে তাদের মধ্যে কথা হয়েছে। গঙ্গোপাধ্যায় শুধুমাত্র জানিয়েছেন যে তিনি ব্যক্তিগত প্রয়োজনে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।

বিস্তারিত আসছে…..

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর