বাংলাহান্ট ডেস্ক : চাকরিপ্রার্থীদের জন্য সুসংবাদ। রেলে (Indian Railways) এবার এক ঝাঁক চাকরিপ্রার্থী কর্মসংস্থানের সুযোগ পেতে চলেছেন। আবারও একাধিক শিক্ষানবীশ পদে চাকরি দেওয়া হবে বলেই জানানো হলো। দক্ষিণ পূর্ব রেলওয়ে থেকে জানানো হয় যে রেলে খুব শীঘ্রই প্রায় সাড়ে চার হাজার শিক্ষানবীশদের নিয়োগ করা হবে। এই জানুয়ারি মাস থেকেই শুরু হতে পারে আবেদন পত্র গ্রহণ।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, মোট ৪,১০৩টি শূন্যপদ আছে। যে যে পদগুলি খালি আছে সেগুলি হলো, যথাক্রমে- এসি মেকানিক, কারপেন্টার বা কাঠের মিস্ত্রি, এছাড়াও ইলেকট্রিশিয়ান, মেকানিক এবং পেন্টার প্রভৃতি। আগামী ২৯শে জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা আবেদন পত্র পাঠাতে পারবেন। যে ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি আবেদন করা যাবে সেটি হলো scr.indianrailways.gov.in।
আবেদন করার জন্য আবেদনকারীর বয়স কমপক্ষে ১৫ হতে হবে। সর্বোচ্চ বয়স নির্ধারিত হয়েছে ২৪। এছাড়াও এসসি, এসটি এবং ওবিসি প্রার্থীদের জন্য যা বয়স আছে তার চেয়ে উর্ধ্বসীমায় কিছুটা বয়স ছাড় দেওয়া হবে। রেলের এই শিক্ষানবীশ পদের জন্য অনেক বেকার যুবকদের চাকরি হয়। এবং রেল মাঝে মধ্যেই তার শিক্ষানবীশ পদের জন্য প্রচুর পরিমাণে চাকরির ব্যবস্থা করে। এর ফলে নতুনদের যেমন কাজ শিখতে সুবিধা হয়, একইসঙ্গে যারা পুরোনো তারা তাদের অভিজ্ঞতা অনুযায়ী পরে কোনো অন্য জায়গায় সহজেই চাকরি লাভ করতে পারে।