ব্যবহারেই শিক্ষার পরিচয়, স্টারকিড হয়েও নেটিজেনদের মন জিতলেন ইরফান-পুত্র বাবিল

বাংলাহান্ট ডেস্ক: অভিশপ্ত বছর ২০২০। এই একটা বছর কেড়ে নিয়েছিল একাধিক প্রতিভাকে। তাঁদের মধ্যে একজন ছিলেন প্রয়াত ইরফান খান (Irrfan Khan)। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ২০২০ সালের এপ্রিল মাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাবার স্মৃতি সঙ্গে নিয়ে অভিনয় জগতে পা রেখেছেন তাঁর বড় ছেলে বাবিল খান (Babil Khan)।

স্বস্তিকা মুখোপাধ্যায়, তৃপ্তি ডিমরির সঙ্গে ‘কালা’ ছবিতে দেখা গিয়েছে তাঁকে। বয়স এখনো ৩০ ও পেরোয়নি। কিন্তু তাঁর অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। বাবার যোগ্য সন্তানই বলা যায় বাবিলকে। আর শুধু তো অভিনয় নয়। ইরফান পুত্রের নম্র, ভদ্র স্বভাবও মন জয় করে নিয়েছে নেটনাগরিকদের।

irrfan 1

বাবিলের কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, পাপারাৎজির সঙ্গে বেশ হেসে হেসে কথা বলছেন তিনি। রাস্তায় বাবিলকে হঠাৎ দেখতে পেয়েই ছুটে যায় পাপারাৎজি। ইরফান পুত্রও হাসিমুখে জড়িয়ে ধরেন তাদের সবাইকে। তারা যখন জানান, বাবিলের জন্যই তারা এসেছেন, তখনো বিশ্বাস করতে পারেননি তিনি। মুখের হাসি একবারের জন্যও মেলায়নি বাবিলের।

শুধু পাপারাৎজি নয়, সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও দেখা হলেই জড়িয়ে ধরতে দেখা গিয়েছে তাঁকে। আর ইরফান খানের ছেলে হওয়ায় সকলেই আদর করে কাছেও টেনে নিয়েছেন বাবিলকে। ভিডিও দেখে নেটিজেনরা বলছেন, শিক্ষিত মানুষের রুচি, কথাবার্তাতেই তাঁর শিক্ষার ছাপ পড়ে। বাবিল যে ইরফান এবং সুতপার ছেলে, তাঁরা যে তাঁকে সঠিক শিক্ষাই দিয়েছেন, সেটা তাঁর আচার ব্যবহারেই বোঝা যাচ্ছে।

উল্লেখ্য, বাবিলও কিন্তু স্টারকিড। বলিউডের সবথেকে প্রতিভাবান অভিনেতাদের মধ্যে একজন ছিলেন ইরফান খান। হলিউডের ছবিতেও অভিনয় করেছিলেন তিনি। তাঁর ছেলে হয়ে কতটা চাপের মধ্যে পড়তে হয় বাবিলকে? এক সাংবাদিক সম্মেলনে এমনি প্রশ্নের সম্মুখীন হন তিনি।

উত্তরে বাবিল বলেন, দু বছর আগে সত্যিই খুব চাপ ছিল। কিন্তু এখন সেটা আরো ভাল কাজ করার অনুপ্রেরণা হিসাবে দেখেন তিনি। পাশাপাশি বাবিল এও বলেন, নিজের গুণ নিয়ে ইরফান চলে গিয়েছেন। এখন নিজের গুণগুলো খুঁজতে হবে বাবিলকে।


Niranjana Nag

সম্পর্কিত খবর