বাংলা হান্ট ডেস্ক : চিনের আপত্তি পাত্তাই পেল না ইউএন-তে। অবশেষে সোমবার আব্দুল রহমান মক্কিকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করল রাষ্ট্রসংঘ (UN)। পাকিস্তানের (Pakistan) সন্ত্রাসবাদী সংগঠন লস্কর-ই-তইবার প্রধান হাফিজ সইদের শ্যালক এই মক্কি। এর আগে তাকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করার পথে একাধিকবার বাধা দেয় চিন (China)। কিন্তু সোমবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করা হল মক্কিকে।
আদতে পাকিস্তানের নাগরিক বছর ৭৫-এর আব্দুল রহমান মাক্কি (Abdul Rehman Makki) লস্করের জঙ্গি কার্যকলাপের অন্যতম মাস্টার মাইন্ড। ভারত এবং আমেরিকা আগেই মাক্কিকে নিজেদের দেশে নিষিদ্ধ জঙ্গি বলে ঘোষণা করে। লস্কর ই তৈবার হয়ে অর্থ সংগ্রহ করতে সে। জানা যাচ্ছে, রাষ্ট্র সংঘের নিরাপত্তা পরিষদ নিষিদ্ধ ঘোষণা করার ফলে, মাক্কির সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। অন্যদেশে যেতেও পারবে না সে। মাক্কির বিরুদ্ধে কাশ্মীরে একাধিক লস্কর হামলার পরিকল্পনার অভিযোগ রয়েছে। প্রসঙ্গত, ২০২০ সালে মাক্কিকে দোষী সাব্যস্ত করে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত। তবে, তা ছিল কেবলই লোক দেখানো।
লস্কর ই তৈবার প্রধান হাফিজ সৈদের ঘনিষ্ঠ আত্মীয় আব্দুল রহমান মাক্কি। লস্কর ই তৈবার সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য অর্থ সংগ্রহে বড় ভূমিকা রয়েছে তার। লস্করের ডেপুটি আমির মাক্কি তরুণদের জঙ্গি দলে নিয়োগের কাজও দেখাশুনো করে সে। ভারতে বিশেষত জম্মু-কাশ্মীরে অশান্তি তৈরি-হামালা চালানোর পরিকল্পনা, সেই কাজে তরুণদের নিয়োগের অনেকটাই হয়েছে এই আবদুল রহমান মাক্কির পরিকল্পনায়। লস্কর ই তৈবার বড় সন্ত্রাসবাদী হামলাগুলির ষড়যন্ত্রেও নাম রয়েছে হাফিজ সৈয়দের ঘনিষ্ঠ এই আত্মীয়।
জইশ প্রধান মাসুদ আজহার থেকে আব্দুল রহমান মাক্কি। গত কয়েক বছরে পাকিস্তানের বুকে আশ্রয় নেওয়া জঙ্গিদের রক্ষায় রাষ্ট্রসংঘে বারবার বিরোধিতা করেছে চিন। ভারতে সংসদ হামলা থেকে পুলওয়ামাকাণ্ড- একাধিক হামলার মাস্টার মাইন্ড মাসুদ আজহারকে নিষিদ্ধ জঙ্গি ঘোষণায় রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দিয়েছে চিন। তবে, এবার নিজেদের অবস্থান বদল করল ড্রাগনের দেশ।