বাংলা হান্ট নিউজ ডেস্ক: ২০২২-এর একদম শেষ ভাগে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছিলেন ক্রিকেটার রিশভ পন্থ (Rishabh Pant)। একাই ড্রাইভ করে দিল্লি থেকে দেরাদুনে নিজের পরিবারের সঙ্গে নতুন বছরের শুরুটা কাটাতে আসছিলেন তারকা উইকেটরক্ষক। কিন্তু সামান্য তন্দ্রা এসে যাওয়ার কারণে তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশের রেলিংয়ে এবং তারপর তার আগুন লেগে যায় সেটিতে।
কোনওক্রমে সেদিন প্রাণে বেঁচেছিলেন রিশভ পন্থ। তাকে সেদিন সাহায্য করেছিলেন উল্টো দিকের রাস্তায় চলতে থাকা একটি বাসের ড্রাইভার এবং কন্ডাক্টর। তারপর ঘটনাস্থলে উপস্থিত আরও দুই তরুণ নিশু কুমার ও রজত কুমারের সাহায্যে গাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ি, পুলিশ এবং হাসপাতালে ফোন করেন উইকেটরক্ষক। এরপর দীর্ঘদিন ধরে হাসপাতালে সময় কাটিয়েছেন তিনি।
গতকাল প্রথমবার নিজের মারাত্মক দুর্ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন পন্থ। সেখানে তিনি নিজের প্রথম টুইটে তার ভক্তদের, বিসিসিআইকে এবং জয় শাহকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানিয়েছেন যে তার সুস্থ হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং ধীরে ধীরে মাঠে ফেরার জন্য প্রস্তুত হয়ে উঠছেন তিনি।
প্রথম টুইট করার এক ঘন্টা পর আবার একটি টুইট করেন রিশভ। খানে তিনি কঠিন সময় তাকে সাহায্য করা ওই বাস ড্রাইভার এবং কন্ডাক্টরকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, “আমার পক্ষে প্রত্যেককে আলাদা করে ধন্যবাদ জানানো সম্ভব নয়, কিন্তু আমি সেই দুই নায়ক কে ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে সুস্থভাবে হাসপাতালে পৌঁছতে সাহায্য করেছিল। রজত কুমার আর নিশু কুমার, আমি চিরকাল তোমাদের প্রতি কৃতজ্ঞ থাকবো।”
I may not have been able to thank everyone individually, but I must acknowledge these two heroes who helped me during my accident and ensured I got to the hospital safely. Rajat Kumar & Nishu Kumar, Thank you. I’ll be forever grateful and indebted ♥️ pic.twitter.com/iUcg2tazIS
— Rishabh Pant (@RishabhPant17) January 16, 2023
ইতিমধ্যে সৌরভ গঙ্গোপাধ্যায় দিল্লি ক্যাপিটালসের হয়ে তাকে না পাওয়া যাওয়ার জন্য আফসোস প্রকাশ করেছেন। পন্থকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজও পাওয়া যাবে না। রিশভ পন্থ সাম্প্রতিক কালে ওয়ান ডে ফরম্যাটে বা টি-টোয়েন্টি ফরম্যাটে খারাপ ছন্দে থাকলেও টেস্টে আজও তিনি অপরিহার্য। তার না থাকাটা বড় ধাক্কা ভারতের কাছে।