বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে স্মার্টফোন (Smartphone) ব্যবহার করেন না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। এমতাবস্থায়, যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন দামের ফোন উপলব্ধ রয়েছে বাজারে। তবে, বর্তমান প্রতিবেদন আজ আমরা আপনাদের কাছে এমন একজনের স্মার্টফোনের প্রসঙ্গে জানাবো যিনি পরিচিত সমগ্ৰ বিশ্বজুড়েই। মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস (Bill Gates) স্মার্টফোন খুব পছন্দ করেন।
শুধু তাই নয়, তাঁর কোম্পানি মাইক্রোসফট বহু বছর ধরে অপারেটিং সিস্টেম উইন্ডোজ ফোনের ওপর ভর করে Apple-কে কড়া টক্কর দিয়েছিল। যদিও, iPhone এবং আইপড ওই প্রতিযোগিতায় বর্তমানে অনেকটাই এগিয়ে গিয়েছে। এমনকি, এখন আমেরিকার বেশিরভাগ মানুষ iPhone ব্যবহার করেন। ২০১৭ সালেই উইন্ডোজ ফোনের পথচলা শেষ হয়। এমতাবস্থায়, বিল গেটস অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম গ্রহণ করেন। যদিও, তাঁর বাড়িতে সবসময় একটি iPhone থাকে বলে জানা গিয়েছে।
বিল গেটস এই স্মার্টফোনটি ব্যবহার করেন: বর্তমানে, বিল গেটস একটি নতুন Galaxy Z Fold 4-এর মালিক। যেটি Samsung গত আগস্টে লঞ্চ করেছিল। বছরের পর বছর ধরে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হিসেবে বিবেচিত বিল গেটসকে Galaxy Z Fold 4 কিনতে কোনো টাকা খরচ করতে হয়নি। দক্ষিণ কোরিয়ার এই কোম্পানিটি বিল গেটসকে উপহার হিসেবে ওই স্মার্টফোনটি তাঁকে দেয়। এটি হল একটি ফোল্ডেবল ফোন। ফোনটি খোলা হলে সেটি ট্যাবলেটের মতো হয়ে যায় এবং বন্ধ হলে এটি একটি ফোনের মতো দেখায়। এটাই হল Samsung-এর লেটেস্ট ফোল্ডেবল ফোন।
নিজেই জানিয়েছেন বিল গেটস: এই বিষয়টি নিজেই প্রকাশ করেছেন বিল গেটস। তিনি রেডিট চ্যাটে এই সংক্রান্ত মানুষের প্রশ্নের উত্তর দেন। বিল গেটস জানান, তিনি কিছু সময়ের জন্য Z Fold 3 ব্যবহার করতেন, কিন্তু এখন তাঁর কাছে Galaxy Z Fold 4 রয়েছে।
তাঁর মতে, “আমার কাছে বর্তমানে Samsung Z Fold 4 আছে, যেটি Samsung-এর ডিরেক্টর জেওয়াই লি দিয়েছেন। আমি ফোনে আউটলুক এবং মাইক্রোসফট সফটওয়্যার ব্যবহার করি। পাশাপাশি, আমি ফোনটিকে সেল ফোন হিসেবে ব্যবহার করি। আমার একটি ল্যাপটপ PC আছে। যেটি হল একটি উইন্ডোজ কম্পিউটার।”
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!