বিচারব্যবস্থায় কেন্দ্রের হস্তক্ষেপ চাননা মমতা! ‘স্বাধীন হোক জুডিশিয়ারি’, দাবি মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্ক : বিচারব্যবস্থায় কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের প্রসঙ্গে তোলপাড় জাতীয় রাজনীতি। এবার এই প্রসঙ্গে, কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের সামনে নিজের মতামত জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন হাসিমারা যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন তিনি।

মমতা জানালেন ভারতীয় বিচারব্যবস্থার সম্পূর্ণ স্বাধীনতার পক্ষে তিনি। এরই সঙ্গে কেন্দ্রীয় সরকারের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, ‘এর মধ্যে কোনও না কোনও অভিসন্ধি রয়েছে তাঁদের। এটা নতুন ধরনের একটা পরিকল্পনা।’ মমতা বলেন সুপ্রিম কোর্টের কলেজিয়ামে যদি কেন্দ্রের প্রতিনিধি থাকে তাহলে হাই কোর্টের কলেজিয়ামেও রাজ্যের প্রতিনিধি থাকা উচিত। এবং সেই হবেন মুখ্যমন্ত্রী নিজেই।

এরপরই তিনি প্রশ্ন করেন শেষ পর্যন্ত কী হবে? এর উত্তরও তিনি দেন নিজেই। তিনি বলেন, ‘রাজ্য সরকার হাই কোর্টের প্রধান বিচারপতির জন্য নিজেদের পছন্দ পাঠাবে সুপ্রিম কোর্টের কাছে। এরপর সুপ্রিম কোর্ট ভারত সরকারের কাছে এই রেকমেন্ডেশন পাঠাবে। এটা হলে রাজ্য সরকারের রেকমেন্ডেশনের আর কোনও গুরুত্বই থাকবে না। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার সরাসরি নাক গলাবে বিচারব্যবস্থায়। তিনি বলেন, ‘এটা আমরা চাইনা। আমরা চাই সবাই সুবিচার পাক। বিচার বিভাগ স্বাধীন হোক। গণতন্ত্রের জন্য স্বাধীন হোক বিচারব্যবস্থা।’

মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, ‘জুডিশিয়ারি আমাদের জন্য গুরুত্বপূর্ণ মন্দির। এটা মন্দির, মসজিদ এবং অন্যান্য উপাসনাকক্ষের মতোই। মানুষকে সঠিক বিচার দেওয়ার জন্য তাঁরাই সুপ্রিম অথোরিটি।’ তিনি অভিযোগ করেন কলকাতা হাই কোর্ট থেকে যাদের নাম পাঠানো হচ্ছে তার মধ্যে যারা ওদের সমর্থক তাঁদেরই পথ পরিষ্কার হবে। একমাসের মধ্যে তাঁদের নাম পরিষ্কার হয়ে যায়। বাকিদের নাম বছরের পর বছর ধরে আটকে থাকে।’

Sudipto

সম্পর্কিত খবর