বাংলাহান্ট ডেস্ক: প্রায় পাঁচ বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। বলিউড তারকাকে ঘিরে ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ নেই। ২৫ জানুয়ারি, প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘পাঠান’। ছবিতে দীপিকা পাডুকোনের সঙ্গে জুটি বেঁধেছেন অভিনেতা। পরিচালনায় সিদ্ধার্থ আনন্দ। সহ পরিচালকের আসনে রাজবীর আশহার।
এখন থেকেই ছবির টিকিট কাটতে ভিড় জমাচ্ছেন ভক্তরা। চলছে অ্যাডভান্স বুকিং। সমীক্ষা অনুযায়ী সবাইকে পেছনে ফেলে ‘ব্রহ্মাস্ত্র’, ‘কেজিএফ ২’-এর রেকর্ডও ভেঙে ফেলবে পাঠান। সমস্ত বিতর্ককে পেছনে ফেলে এগিয়ে আসছে মুক্তির দিন। দিন যতই সামনে আসছে ততই বাড়ছে টিকিটের চাহিদা।
এদিন পরিবারের সঙ্গে পাঠানের স্ক্রিনিং-এ দেখা গেল শাহরুখ খানকে। স্ত্রী গৌরি খানের পাশাপাশি দেখা গেল অভিনেতার পুত্র এবং কন্যা সন্তানকে। দেখা গেল শাহরুখ খানের বোন সেহেনাজ খানকেও।
উল্লেখ্য, সোমবার, ১৬ জানুয়ারি দিল্লির উচ্চ আদালতের তরফে ‘পাঠান’ ছবির নির্মাতাদের একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। ছবিতে হিন্দি ভাষায় সাব-টাইটেল থাকা আবশ্যক। যাতে সকলের কাছে ছবির কাহিনি ও সংলাপ নিয়ে কোনও সংশয় না থাকে। তবে এই সমস্ত পরিবর্তন বা সংযোজন করার নির্দেশ দেওয়া হয়েছে কেবলমাত্র ওটিটি প্ল্যাটফর্মের জন্য।
অর্থাৎ ছবিটি যখন ওটিটিতে মুক্তিলাভ করবে, তখন যেন দিল্লির উচ্চ আদালতের এই নির্দেশিকাগুলি অক্ষরে-অক্ষরে পালন করা হয় নির্মাতাদের তরফে। তাই ছবি মুক্তির মাত্র ৭ দিন আগে কীভাবে এই পরিবর্তনগুলি সম্ভব, তা নিয়ে কোনোওরকম চিন্তিত নয় ‘পাঠান’ টিম।