বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে যুগের সাথে তাল মিলিয়ে আমরা ক্রমশ এগিয়ে চলেছি অত্যাধুনিক যুগের দিকে। কিন্তু আজও ভারত সহ বিশ্বের একাধিক দেশে মাটির ভিতর থেকে পুরোনো ঐতিহ্য ও সভ্যতা সম্পর্কিত এমন কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সন্ধান মেলে যা রীতিমতো অবাক করে দেয় সবাইকেই। পাশাপাশি, সেগুলি আমাদের কাছে উপস্থাপিত করে অতীতের বিভিন্ন চমকপ্রদ তথ্যও। ঠিক সেই রেশ বজায় রেখেই এবার জার্মানি (Germany) থেকে একটি কাঠের কুয়োর সন্ধান পাওয়া গেছে।
এই প্রসঙ্গে লাইভ সায়েন্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ঘটনাটি সম্প্রতি ঘটেছে। এই ঘটনার পর গবেষকরা যখন এটি নিয়ে গবেষণা শুরু করেন, তখন দেখা যায় যে, পুরো কুয়োটি কাঠের তৈরি। সর্বোপরি, সেটির বয়স হল প্রায় তিন হাজার বছর। এরপর যখন অনুসন্ধানকারী দলকে ওই কুয়োতে নামানো হয়, তখন এমন সব ঘটনা সামনে আসে যা প্রত্যক্ষ করে আধিকারিকরাও অবাক হয়ে যান।
ইচ্ছেপূরণকারী কুয়ো: ওই প্রতিবেদনে বলা হয়েছে, এটি জার্মানির বাভারিয়ায় পাওয়া গেছে। মূলত, এটি ব্রোঞ্জ যুগে তৈরি হয়েছিল। তখনকার দিনে এটিকে “ইচ্ছেপূরণকারী কুয়ো” হিসেবে বিবেচনা করা হত। বর্তমানে এতে শতাধিক প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। এগুলো এতই মূল্যবান এবং দুর্লভ যে সেগুলিকে নিয়ে ইতিমধ্যেই গবেষণা শুরু হয়েছে।
এদিকে, এই প্রসঙ্গে আরেকটি প্রতিবেদনে বলা হয়েছে যে, এর মধ্যে ৭০ টিরও বেশি ভালো ভাবে সংরক্ষিত মাটির পাত্র, একাধিক বাটি, কাপ এবং বাসনপত্র রয়েছে। অনুমান করা হচ্ছে এগুলি কেবল কোনো রাজকীয় বা বিশেষ অনুষ্ঠানে ব্যবহৃত হত। এর পাশাপাশি ব্রোঞ্জের তৈরি একটি কাপড়ের পিন, একটি ব্রেসলেট, চারটি অ্যাম্বার পুঁতি, দু’টি ধাতব স্পাইরাল, একটি প্রাণীর দাঁত এবং একটি কাঠের স্কুপও পাওয়া গেছে।
গবেষণা শুরু হয়েছে: এই প্রসঙ্গে বাভারিয়ান স্টেট অফিস ফর মনুমেন্ট কনজারভেশনের অফিসার জোচেন হ্যাবারস্ট্রোহ বলেছেন যে, এই কূপের কাঠের দেওয়ালগুলি সম্পূর্ণরূপে মাটিতে সংরক্ষিত রয়েছে। এমনকি, ভূগর্ভস্থ জলেও এটির খুব সামান্য অংশই ভিজেছে। আর এই কারণেই এর ভিতরে পাওয়া নিদর্শনগুলি নিরাপদ অবস্থায় রয়েছে। বর্তমানে এই বিষয়ে গবেষণা শুরু হয়েছে।