শীতের কাঁপুনির মধ্যেই ঝড়, বজ্রপাত সহ শিলাবৃষ্টির সম্ভাবনা! এই রাজ্যগুলিতে জারী হল সতর্কতা

বাংলা হান্ট ডেস্কঃ সবেমাত্র তীব্র ঠান্ডা থেকে স্বস্তি পেতে শুরু করেছিল এনসিআর (NCR) সহ উত্তর-পশ্চিম ভারত, তবে ফের এল দুঃসংবাদ! চলতি সপ্তাহের শেষেই বজ্রপাত সহ শিলাবৃষ্টির জন্য কড়া সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। মঙ্গলবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২.৪ ডিগ্রি সেলসিয়াস। দফতর সূত্রে খবর, আগামী ২৩ ও ২৪ জানুয়ারি পশ্চিম উত্তর প্রদেশ, দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, উত্তরাখণ্ড, জম্মু, হিমাচল প্রদেশ এবং উত্তর রাজস্থানে শক্তিশালী বাতাস বয়ে যেতে পারে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাতে ঘন কুয়াশা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, কুয়াশার দরুন আজ ৬টি ট্রেন দেরিতে চলার খবর রয়েছে। সমস্যার মুখে বিমান পরিষেবাও।

উত্তর-পশ্চিম ভারত সহ দিল্লি (Delhi) -এনসিআর শীতের বিশাল দাপটে জুবুথুবু। তবে গত দু’দিন ধরে দিনের বেলায় প্রস্ফুটিত রোদ কিছুটা হলেও স্বস্তি জাগিয়েছে। সোমবারের পাশাপাশি, মঙ্গলবারও দিল্লি-এনসিআরে শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ১৯ জানুয়ারি রাতে ঘন কুয়াশা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এরপর থেকে স্বস্তি জাগিয়ে তিন থেকে চার ডিগ্রি বাড়তে শুরু করবে তাপমাত্রা।

২৩ জানুয়ারি থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই সময়ে দমকা হাওয়াও বয়ে যাবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে। মঙ্গলবার দিল্লির দু-একটি এলাকায় তীব্র শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে। এ কারণে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছতে পারে ২.৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল লোদি রোড এলাকায়, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২.০, রিজ ২.২, জাফরপুর ২.৩, আয়া নগর ২.৮ ডিগ্রি সেলসিয়াস। গুরুগ্রামে ২.৪, গাজিয়াবাদে ৫.৭ ,নয়ডায় তিন ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

weather

আগামীকাল অর্থাৎ বুধবার সর্বনিম্ন তাপমাত্রা তিন ডিগ্রি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। সোমবার দিল্লিতে শৈত্যপ্রবাহের কারণে, এই মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১.৪ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতর সূত্রে খবর, বৃহস্পতিবার হালকা বৃষ্টি ও মাঝারি বৃষ্টি হলেও তাপমাত্রা বাড়তে শুরু করবে। যা গিয়ে পৌঁছাতে পারে সর্বোচ্চ ২১ ডিগ্রিতে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর