বাংলা হান্ট ডেস্কঃ পঞ্চায়েত ভোট উত্তপ্ত গোটা বাংলার মাটি। সেই আগুনে রেহাই পেলনা পুলিশ অফিসারও (Police Officer)। অনুব্রত গড়ে অন-ডিউটি পুলিশকে লক্ষ্য করে বোমা (Bombing) ছুড়ল দুষ্কৃতীরা। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) লাভপুরের (Labpur) দাঁড়কা গ্রাম পঞ্চায়েতের দরবারপুরে। ঘটনায় আহত দুই আধিকারিক।
স্থানীয় সূত্রে খবর, দরবারপুর গ্রামের কাজীপাড়ায় পীরবাবার মেলা বসেছিল। সেই মেলায় কর্তব্যরত ছিলেন পার্থসারথি সাহা। মঙ্গলবার রাত ১০টা নাগাদ এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি সেই পার্থসারথি সাহা নামের পুলিশ অফিসারকে লক্ষ্য করে বোমা ছোড়ে। পাশাপাশি বোমাবাজিতে আহত হন আরও এক আধিকারিক।
আহত পুলিশ আধিকারিককে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয় লাভপুর গ্রামীণ হাসপাতালে। সেখানকার চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেয়। ওপর আধিকারিকের হাতে আঘাত লেগেছে। তবে সেটাও গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। শিউরে ওঠা এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতারির কোনও খবর পাওয়া যায়নি। পাশাপাশি পুলিশ তরফেও এই ঘটনার ঘটনায় প্রতিক্রিয়া মেলেনি।
স্থানীয় এক বাসিন্দার কথায়, ‘‘বোমার আওয়াজ শুনে আমরা দোকান বন্ধ করে চলে গিয়েছি। কে থাকবে এই ভয় নিয়ে! পরে শুনলাম এক পুলিশ অফিসারের উপরে বোমা পড়েছে। তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। আর কিছু জানি না।’’ তবে কী কারণে এই বোমাবাজি সেই সম্পর্কিত কোনও তথ্য এখনও মেলেনি।
অন্যদিকে হাসপাতালের এক চিকিৎসক জানান, “একজন পুলিশ এসেছিলেন। কোথাও একটা ঝামেলা হয়েছে শুনেছি। ওনার পিছনে লেগেছে। আর হাতেও অল্পবিস্তর চোট লেগেছে। সামান্য পরিষেবা দিয়েই ছেড়ে দিয়েছি। তবে বেশি কিছু চোট পাননি।”