সামলাতে পারেননি নিজেদের…ব্যস্ত রাস্তায় চলন্ত স্কুটিতেই রোম্যান্সে মত্ত যুগল! ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আমরা সিনেমার পর্দায় মাঝে মধ্যেই নায়ক নায়িকাকে বাইক বা কোনো গাড়িতে কোনো স্ট্যান্ট প্রদর্শন করতে দেখি। কিন্তু সেগুলি কোনোটাই সত্য ঘটনা তো নয়ই বরং সেই সিনগুলি করা হয় যথেষ্ট সাবধানতার সাথে। কিন্তু কেউ যদি বাস্তবেও কোনো বড় রাস্তা দিয়ে ওইভাবে স্কুটি চালায় এবং তাঁকে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরে রাখেন তাঁর প্রেমিকা, তাহলে কেমন হবে? এমনই এক বিস্ময়কর ঘটনা ঘটেছে লখনৌয়ের ব্যস্ত রাস্তায়।

মঙ্গলবার রাতে লখনৌয়ের (Lucknow) হজরতগঞ্জ এলাকার রাস্তায় দেখা গেলো একটি যুগলকে (Couple)। যাদের মধ্যে ছেলেটি স্কুটি (Scooty) চালাচ্ছিলেন এবং তাঁর প্রেমিকা তাঁকে জড়িয়ে ধরে বসে ছিলেন স্কুটির সামনের দিক থেকে। তিনি তাঁর প্রেমিকের সাথে এতটাই অন্তরঙ্গ (Intimate) অবস্থায় বসে ছিলেন যে, বোঝাই যাচ্ছিলো তাঁর হয়তো বোধই ছিল না যে তাঁরা মাঝ রাস্তায় আছেন বলে। স্কুটি চালাতে চালাতেই কখনও যুবককে জড়িয়ে ধরছেন যুবতী, কখনও আবার গালে-ঠোঁটে চুমুতে আদর চলছে।

সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেছে পথচলতি মানুষজন। সেই ভিডিয়ো (Video) সোশ্যাল মিডিয়ায় (Social media) ছাড়তেই রীতিমতো ভাইরাল। এই ভিডিওটি দেখে অবাক লখনৌয়ের পুলিশ বাহিনী। তবে এখনো ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। ওই যুগলের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। এই প্রসঙ্গে লখনৌয়ের পুলিশের ডেপুটি কমিশনার অপর্ণা রজত কৌশিক জানান যে, এই দুজন প্রেমিক প্রেমিকাকে খুঁজে বার করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

 

তবে, কীভাবে প্রথমত হেলমেট ছাড়া এবং উপরন্তু ওইভাবে একে অপরকে জড়িয়ে ধরে স্কুটি করে একটি ব্যস্ত রাস্তা দিয়ে তাঁদের যাওয়ার সাহস হলো এটাই নজর কাড়ার মতো। পুলিশ দাবী করে যে ঘটনাটি হজরতগঞ্জের কাছাকাছি কোথাও ঘটেছে, তাই তাঁরা সেখানকার সিসিটিভি ফুটেজ চেক করে দেখছে। পুলিশ জানিয়েছে তাঁদের দুজনের বিরুদ্ধেই মামলা করা হবে। হেলমেট ছাড়া স্কুটি চালানো এবং অশ্লীলভাবে বসে অন্যদের প্ররোচিত করার জন্য।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X