বাংলা হান্ট ডেস্কঃ ২৪ এ লোকসভা নির্বাচন (Loksabha Election)। হাতে সময় এখনও বেশ কিছুটা। কিন্তু তার আগেই কার্যত ঢাকে কাঠি পরে গেল মেগা নির্বাচনের। গোটা দেশের তোড়জোরের মধ্যেই ২০২৪ লোকসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিলেন বঙ্গ বিজেপির অন্যতম প্রধান সৈনিক তথা সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তবে এখানেই বিজেপির অন্দর মহলে দেখা দিল দ্বন্দ্ব। সভাপতির মতের সাথে সহমত হলেন না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর এতেই ফের একবার প্রকাশ্যে এল বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব।
প্রসঙ্গত, সম্প্রতি বিজেপির সুকান্ত মজুমদার বলেন, আসন্ন লোকসভা নির্বাচনে বাংলার ২৫ টি আসন যাবে বিজেপির ঝুলিতে। এর আগে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে ১৮ টি আসন জিতেছিল বিজেপি। তবে আসন সংখ্যা ৭ বাড়িয়ে এবারে সুকান্তর টার্গেট ২৫ বলেই জানিয়েছেন তিঁনি।
তবে সভাপতির এই টার্গেটের সঙ্গে সহমত পোষণ করলেন না বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিঁনি জানান, ”এখনই লোকসভা নির্বাচনের কোনও লক্ষ্য ঠিক করেনি দল। ২৫ টি আসনে জেতার কথা বলা হচ্ছে, তা তিরিশও হতে পারে।” দিলীপের এই ভিন্নমতের পরই শুরু হয়েছে জোর রাজনৈতিক চৰ্চা। তাহলে কী ফের একবার বিজেপির অন্তর্দ্বন্দ্ব? এমন প্রশ্নই কিন্তু উঁকি দিচ্ছে।
অন্যদিকে, বিজেপির মতভেদের এই ইস্যুকে হাতিয়ার করে ময়দানে নেমেছে রাজ্যের শাসকদল। এই বিষয়ে তৃণমূলের ডাক্তার সাংসদ শান্তনু সেনের মন্তব্য,” পূর্বে একুশের বিধানসভা নির্বাচনে ২৫০ আসন জয়ের কথা বলেছিলেন অমিত শাহ। তবে মাত্র ৭৭ আসনেই থেমে গিয়েছিল। পরবর্তী নির্বাচনগুলিতেও বাংলার মাটিতে আঁচড় বসাতে পারেনি তারা। সুতরাং, এই টার্গেটও যে ডাহা ফেল করবে, তা সময়ই বলবে।”