বাংলাহান্ট ডেস্ক: সাহিত্য তথা বিনোদন জগতে বিরাট ক্ষতি। প্রয়াত ‘একেন বাবু’ (Eken Babu) চরিত্রের স্রষ্টা লেখক সুজন দাশগুপ্ত (Sujan Dasgupta)। ১৮ জানুয়ারি, বুধবার কলকাতার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় তাঁর নিথর দেহ। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে পুলিস। তবে লেখকের মৃত্যুর কারণ কী তা নিয়ে এখনো রয়েছে ধোঁয়াশা।
জানা যাচ্ছে, নিউ জার্সিতেই থাকতেন লেখক সুজন দাশগুপ্ত। কলকাতার উদিতা অ্যাপার্টমেন্টে রয়েছে তাঁর ফ্ল্যাট। জানা গিয়েছে, গত কয়েক মাস ধরে কলকাতাতেই থাকছিলেন লেখক। সঙ্গে ছিল তাঁর পরিবারও। কিন্তু ঘটনাটা যখন ঘটে তখন তিনি একাই ছিলেন। লেখকের স্ত্রী শান্তিনিকেতনে ঘুরতে গিয়েছিলেন বলে খবর। তাঁর মেয়ে রয়েছেন বিদেশে।
সূত্রের খবর, বুধবার সকালে পরিচারিকা এসে দরজায় টোকা দেন। কিন্তু অনেক ক্ষণ ধরে দরজা না খোলায় সন্দেহ হয় তাঁর। আবাসনের নিরাপত্তারক্ষীদের ডেকে আনেন পরিচারিকা। সকলে মিলে ধাক্কাধাক্কি করেও খোলা যায়নি দরজা। এরপর লেখকের শ্যালক খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনিই খবর দেন পুলিসে।
কয়েক ঘন্টা আগে লেখকের ফ্ল্যাটে পৌঁছেছে পুলিস। দরজা ভেঙে ফ্ল্যাটের শৌচালয়ের পাশ থেকে নিথর অবস্থায় উদ্ধার করা হয়েছে সুজন দাশগুপ্তের দেহ। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তবে লেখকের দেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি বলেই খবর পুলিস সূত্রে। প্রাথমিক অনুমান, সম্ভবত অসুস্থতার জেরে বা পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। দেহ আপাতত ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে এবং অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস।
অনেক বছর আগেই বিদেশে পাড়ি দিয়েছিলেন সুজন দাশগুপ্ত। সেখানে বসেই সৃষ্টি করেন গোয়েন্দা একেনবাবু চরিত্রটি। বইয়ের পাতা থেকে উঠে এসে যে চরিত্র এখন সিনেমা এবং ওয়েব সিরিজে রাজত্ব করছে। সেই একেনবাবুর স্রষ্টার আচমকা প্রয়াণে শোকস্তব্ধ বিনোদন এবং সাহিত্য জগৎ।