বাংলা হান্ট নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারত দাপট দেখিয়ে ওডিআই সিরিজ জিতেছে। টি-টোয়েন্টি সিরিজে অনভিজ্ঞ ভারতীয় দলের বিরুদ্ধে ভালোই লড়াই করেছিলেন দাসুন শানাকারা। কিন্তু ওডিআই সিরিজে কোন সুযোগ পাননি তারা। একাধিক রেকর্ড গড়ে রোহিত শর্মার ভারত ৩-০ ফলে সিরিজটি নিজেদের নামে করেছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজের দুর্দান্ত পারফরম্যান্স করেছেন দুই ক্রিকেটার। ব্যাট হাতে বিরাট কোহলি যতটা ভরসা দিয়েছেন ভারতকে, বল হাতে তার চেয়েও বেশি ধারাবাহিক ছিলেন মহম্মদ সিরাজ। গোটা সিরিজে আগ্রাসী ব্যাটিং করে দুটো শতরান সহ ২৮৩ রান করেছিলেন বিরাট। তিন ম্যাচের সিরিজে কৃপণ বোলিং করে মোট ৯ উইকেট নিয়েছেন।
এর ফলাফল তারা পেয়েছেন সাম্প্রতিক ওডিআই র্যাঙ্কিংয়ে। দুজনের সাম্প্রতিক পারফরম্যান্সের দৌলতে বেশ কিছুটা এগিয়েছেন তারা নিজ নিজ ক্যাটাগরিতে। বিরাট কোহলি এক লাফে চার ধাপ এগিয়ে ওডিআই ব্যাটারদের ক্রমতালিকায় রয়েছেন চার নম্বর স্থানে। মহম্মদ সিরাজ তিন ধাপ এগিয়ে বোলারদের ক্রমতালিকায় উঠে এসেছেন তৃতীয় স্থানে।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বিরাট কোহলির আগে রয়েছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম এবং দুই দক্ষিণ আফ্রিকান ব্যাটার ভ্যান ডার ডুসেন ও কুইন্টন ডি কক। ওডিআই র্যাঙ্কিংয়ে আপাতত শীর্ষস্থান ধরে রেখেছেন পাকিস্তান অধিনায়ক। কেন উইলিয়ামসন এবং স্টিভ স্মিথও প্রথম দশেই রয়েছেন। ব্যাটারদের তালিকায় বিরাট কোহলি ছাড়া প্রথম দশে রয়েছেন কেবল রোহিত শর্মা। ১০ নম্বর স্থানে রয়েছেন ভারতীয় অধিনায়ক।
বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন নিউজিল্যান্ডের তারকা বাঁ-হাতি পেসার ট্রেন্ট বোল্ট। দ্বিতীয় স্থানটি নিজের দখলে রেখেছেন অজি পেসার জস হ্যাজেলউড। বোলারদের তালিকায় প্রথম দশের মধ্যে ৭ জনই পেসার। পাঁচ, ছয় এবং সাত নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছেন তিন স্পিনার রশিদ খান, অ্যাডাম জাম্পা ও সাকিব আল হাসান।