কুর্লা গণধর্ষণ কাণ্ডে নয়া মোড়! ‘ধর্ষণই হয়নি’, দাবি ডাক্তারি রিপোর্টের, ৩ ব্যাক্তি কে ফাঁসাতেই ষড়যন্ত্র মহিলার

বাংলা হান্ট ডেস্ক : কুর্লা গনধর্ষণ (Kurla Rape Case) কাণ্ডে প্রকাশ্যে বিস্ফোরক তথ্য। তদন্তে পুলিস জানতে পারে ধর্ষণের মতো কোনও ঘটনাই ঘটেনি। ওই চল্লিশোর্ধ্ব মহিলা তিনজনকে ফাঁসাবার জন্য সাজানো গল্প ফেঁদেছিল। সব পরিকল্পনা মাফিক হলেও, শেষরক্ষা হল না। ডাক্তারি ফাঁস হয়ে গেল মহিলার ষড়যন্ত্র। ঘটনার খবর সামনে আসতেই চাঞ্চল্য গোটা দেশ জুড়ে।

কী ঘটেছিল ঘটনা? অভিযুক্ত মহিলা বয়ান দেয় তাঁর বয়স ৪২ বছর। মুম্বইয়ের কুর্লা এলাকার বাসিন্দা তিনি। ২০২২ সালের ৪ ডিসেম্বর নিজের বাড়িতে একাই ছিলেন ওই মহিলা। সেই সময়ে আচমকা বাড়িতে ঢুকে আসে তিন আততায়ী। একে একে ওই মহিলাকে ধর্ষণ করে তিন অভিযুক্ত। তারপরে জ্বলন্ত সিগারেট দিয়ে মহিলার গোপনাঙ্গে নিজেদের নাম সই করে তারা। গোটা ঘটনার ভিডিও করে রাখে তিনজন। শেষে ধারাল অস্ত্র দিয়ে নির্যাতিতার বুকে ও হাতে গভীর আঘাত করে তারা। রক্তাক্ত অবস্থায় মহিলাকে ফেলে রেখে পালিয়ে যায় তিন অভিযুক্ত।

rape 9 1

ওই মহিলা আরও জানান, পালানোর আগে শাসানি দিয়ে যায় ধর্ষকরা। গোটা ঘটনার ভিডিও দেখিয়ে নির্যাতিতাকে হুমকি দেওয়া হয়, পুলিসের কাছে অভিযোগ জানালে এই ভিডিও ছড়িয়ে দেওয়া হবে। সেই ভয়ে কাউকে কিছু জানাননি ৪২ বছর বয়সি ওই নির্যাতিতা (Mumbai Gangrape)।

এরপর অভিযোগ জানান হয় পুলিসে। পুলিস ওই মহিলার ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা করে। ইতিমধ্যেই এক অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিস। এরপরই ডাক্তারি পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছায়। সেই রিপোর্ট দেখে চোখ কপালে পুলিসের। রিপোর্টে পরিষ্কার বলা হয়, ধর্ষণের মতো কোনও ঘটনাই ঘটে নি। যৌনাঙ্গ থেকে শুরু করে য সমস্ত জায়গায় আঘাত লেগেছে সেটি ওই মহিলা নিজেই করেছেন। পুলিস আরও ওই মহিলা সহ বাকি ৩ জন ড্রাগস পাচারের সঙ্গে যুক্ত। সেখানেই হওয়া ঝামেলার প্রতিশোধ নিতে
ওই ৩ ব্যক্তিকে ফাঁসায় মহিলা।

Sudipto

সম্পর্কিত খবর