বাংলা হান্ট নিউজ ডেস্ক: বিরাট কোহলি (Virat Kohli) সব ফরম্যাটে ভারতীয় দলের (Team India) অধিনায়কত্ব ছেড়েছেন প্রায় এক বছর আগে। তার অধিনায়কত্বের শেষ ভাগটা খুব একটা সুখকর হয়নি। নানান রকম বিতর্কের সঙ্গে তাকে জড়িয়ে পড়তে হয়েছিল। এমনকি বিশ্বকাপে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে (India vs Pakistan) ভারতীয় দলের হারের কলঙ্ক মাথায় নিতে হয়েছিল অধিনায়ক বিরাটকে।
বিরাট কোহলি আগেই জানিয়ে দিয়েছিলেন যে তিনি অধিনায়কত্ব ছেড়ে দিল দলের তরুণ ক্রিকেটারদের প্রয়োজনে সব সময় পাশে থাকবেন। মাঠেও সেই কথার প্রতিফলন দেখা গিয়েছে। একাধিকবার বর্তমান অধিনায়ক রোহিত শর্মা বা মাঝেমধ্যে ভারতের স্টপ গ্যাপ অধিনায়কের দায়িত্ব পালন করা লোকেশ রাহুলকে বিরাটের কাছে থেকে পরামর্শ নিতে দেখা যায়।
তাছাড়াও বিরাট কোহলি প্রয়োজনে সবসময়ই তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়ান। বোলিং হোক বা ব্যাটিং, সময় অসময়ে বিরাট সকলকেই প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। এমনকি বর্তমানে চলতে থাকা নিউজিল্যান্ড বনাম ভারত সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহলির জন্যই ভারত জিতেছে এমনটাও দাবি করলেন ভারতের অলরাউন্ডার শার্দূল ঠাকুর।
গতকাল নিজের বোলিংয়ের প্রথম ওভার গুলিতে বেশ সাফল্য পেয়েছিলেন ঠাকুর। রানও আটকে রাখছিলেন এবং সেইসঙ্গে একটি গুরুত্বপূর্ণ উইকেটে তুলে নিয়েছিলেন। কিন্তু যখন থেকে স্যান্টনার ও ব্রেসওয়েলের মধ্যে পার্টনারশিপ শুরু হয় তখন থেকে শার্দূলের দুঃসময় শুরু হয়। তার বলে অত্যন্ত সহজেই রান তুলছিলেন দুই কিউয়ি ব্যাটার। সেই সঙ্গে বহু এক্সট্রা রানও নিউজিল্যান্ডকে উপহার দিয়েছিলেন তিনি।
কিন্তু বাকি পেসারদের ওভার শেষ হয়ে যাওয়ায় বাধ্য হয়ে ইনিংসের শেষ ওভারে তার হাতেই বল তুলে দিতে হয় রোহিত শর্মাকে? তখন নিউজিল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ২০ রানের। তার প্রথম বলটি কি গ্যালারিতে ফেলেন ব্রেসওয়েল। এরপর একটি ওয়াইড বলও করেন শার্দূল। কিন্তু তারপরের বলে নিখুঁত ওয়ার্কারে ব্রেসওয়েলকে এলবিডব্লিউ করেন ভারতীয় অলরাউন্ডার।
এখানেই বিরাট কোহলির প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে। ম্যাচের শেষে শার্দূল জানান ওই সময় বিরাট কোহলি এগিয়ে এসে তাকে ইয়র্কারে ব্যাটারকে পরাস্ত করার পরামর্শ দেন। তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেছিলেন ভারতীয় অলরাউন্ডার। ফলস্বরূপ অসাধারন জয় পেয়েছে ভারতীয় দল। তাই বিরাট নেতা না হলেও তার মগজাস্ত্র যে এখনো সচল সেটা এখান থেকেই প্রমাণিত হয়।