এভাবে সহজেই হ্যাক হতে পারে আপনার Whatsapp, বাঁচতে এখুনি চেঞ্জ করুন এই সেটিং

বাংলাহান্ট ডেস্ক : আপনি কী জানেন আপনার ফোনে ব্যবহৃত একাধিক অ্যাপের মত অতি জনপ্রিয় হোয়াটস্যাপও (Whatsapp) কিন্তু যেকোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে। না, এটা কোনো অস্বাভাবিক ঘটনা নয়, আমাদের রোজকার জীবনের সাথে জড়িয়ে থাকা ফোনেও হোয়াটসঅ্যাপের জন্যই হতে পারে বড়সড় সমস্যা। যদিও এটায় নিজের ফোনের কন্ট্যাক্ট নম্বর ছাড়া কাউকে হোয়াটস্যাপে সহজে যুক্ত করা যায় না, তবুও এটি হ্যাক করা সম্ভব। কিন্তু কী করে হোয়াটস্যাপ হ্যাক (Hack) হয় কী করেই বা সেখান থেকে মুক্তি পাওয়া যায়, তা জেনে নিন।

বলা বাহুল্য, হোয়াটস্যাপ একটি খুব জনপ্রিয় মেসেজিং অ্যাপ (Messaging application)। এটি পৃথিবীতে কোটি কোটি লোক ব্যবহার করে। এই কারণেই এটি হ্যাকারদের টার্গেটে থাকে।হোয়াটসঅ্যাপের ত্রুটির কারণে আপনার ফোন হ্যাক হতে পারে। আমরা যারা হোয়াটস্যাপ প্রত্যহ ব্যবহার করে থাকি, তারা প্রত্যেকেই প্রতিদিন প্রচুর মেসেজ করে থাকি হোয়াটস্যাপের মাধ্যমে। অনেক সময় কেউ কেউ কোনো ছবি (Photos) বা ভিডিও (Videos) বা অন্য কোনো ধরণের ফাইল আমাদের মেসেজ করে পাঠান। আমরা অনেক সময় সেগুলি ডাউনলোড (Download) করে নিই। আবার অনেক সময় হোয়াটস্যাপে অটো ডাউনলোডের অপশন থাকে। যদিও এই অটো ডাউনলোড অপশনটি বন্ধও করা যায়। কিন্তু কখনো কী ভেবে দেখেছি হোয়াটসঅ্যাপে মিডিয়া অটো ডাউনলোড সেটিং বন্ধ করা উচিৎ কেন?

আসলে হোয়াটসঅ্যাপ হ্যাকিংয়ের মূল কারণ হল এই ডাউনলোড করা ফাইলই। এই প্রসঙ্গে আপনাদের একটি প্রতিবেদনের তথ্য অনুসারে জানিয়ে রাখা দরকার, হ্যাকাররা জিআইএফ চিত্রগুলিতে ফিশিং আক্রমণের মাধ্যমে আপনার হোয়াটস্যাপ হ্যাক এবং তার মাধ্যমে আপনার গোটা ফোন এবং আপনার যাবতীয় তথ্য সব হ্যাক করে ফেলার চেষ্টা করে। এর নাম GIFShell। তবে যাইহোক, এটি স্বস্তির বিষয় যে এখন এই ত্রুটি সংশোধন করা হয়েছে। কিন্তু হ্যাকারদের তরফে কার্যকারিতা এখনও কমেনি।

whatsapp new feature

প্রসঙ্গত উল্লেখ্য, ব্যবহারকারীরা অনেক সময় একটি বড় ভুল করেন। হোয়াটসঅ্যাপের মিডিয়া অটো ডাউনলোডের বৈশিষ্ট্যটি অনেকের ফোনে চালু করে রাখেন। আপনি যদি এই সেটিংটিও বন্ধ না করে থাকেন, তাহলে অজানা উৎস থেকে আসা ভিডিও, GIF, ছবি বা অন্যান্য ফাইল স্বয়ংক্রিয়ভাবে ডাউনলোড হয়ে যাবে এবং এর সুবিধা নিয়ে হ্যাকাররা সংক্রমিত জিআইএফ বা অন্যান্য ফাইল পাঠাতে পারে। যা সরাসরি আপনার ফোনে ডাউনলোড হয়ে যাবে। তবে মনে রাখতে হবে যে, এই সাইবার অ্যাটাককে বন্ধ করার জন্য এখনও কোন আপডেটেড ট্রিকস্ দেখা যায়নি। তাই নিজের নিরাপত্তার জন্য এটি বন্ধ রাখুন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর