জীবনে প্রথমবার লটারি কেটেই ‘কেল্লাফতে’! রাতারাতি কোটিপতি আলিপুরদুয়ারের স্কুল শিক্ষকের

বাংলাহান্ট ডেস্ক : পেশায় প্রাথমিক স্কুলের শিক্ষক (Teacher) লব কুমার ভুজেল এর আগে কোনদিনই লটারির (Lottery) টিকিট কাটেননি। কিন্তু হঠাৎ করে কেটে ফেলা জীবনের প্রথম লটারির টিকিটে তিনি জিতেছেন কোটি টাকা! লটারির টিকিটে এই ধরনের বিজয়ের (Winner) পর এখনও তিনি বিশ্বাস করতে পারছেন না যে তিনি রাতারাতি কোটিপতি (Crorepati) হয়ে গিয়েছেন।

লব কুমার ভুজেল কালচিনি তোরসা চা বাগান এলাকার বাসিন্দা। ছোটবেলা থেকে তিনি জোর পান না একটি পায়ে। অনেক কষ্টে হাঁটাচলা করেন তিনি। শারীরিক প্রতিবন্ধকতাকে (Physically Disabled) দূরে সরিয়ে রেখে চালিয়ে গিয়েছেন পড়াশোনা। বর্তমানে তিনি একটি প্রাথমিক স্কুলের শিক্ষক। ছোটবেলা থেকে পড়াশোনায় বেশ ভালো ছিলেন তিনি।

এই শিক্ষক সমাজসেবার পাশাপাশি লড়াই করেন প্রতিবন্ধীদের অধিকার নিয়ে। এহেন শিক্ষকের লটারিতে কোটি টাকা জেতার ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে তাকে বাড়ি এসে অভিনন্দনও জানিয়ে যাচ্ছেন। এই স্কুল শিক্ষক লটারিরতে টাকা জেতার পর গিয়েছিলেন থানাতেও। কিছু নিয়ম পালন করার পর তিনি লটারি টাকা হাতে পাবেন।

Alipurduar teacher

লব কুমার বাবু জানিয়েছেন, মাত্র ৬ টাকা দিয়ে তিনি লটারি কিনেছিলেন। সেই টিকিটের বিনিময়ে যে এক কোটি টাকা জিতবেন তা তার ধারণার বাইরে ছিল। তিনি জানিয়েছেন লটারির টাকা দিয়ে তিনি প্রতিবন্ধীদের শিক্ষা ও সুস্বাস্থ্যের ব্যবস্থা করবেন। এছাড়াও প্রতিবন্ধীদের সামাজিক অধিকারের লড়াইও তিনি চালিয়ে যাবেন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর