বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের মিড ডে মিল (Mid Day Meal) প্রকল্পের টাকায় জেলা সফর সেরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)? ঠিক এমনই অভিযোগ তুলে তৃণমূল (TMC) সুপ্রিমোর বিরুদ্ধে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধুই কী অভিযোগ! আজ্ঞে না, সাথে নথি তুলে সরকারি অর্থ অযথা খরচ করার মত অভিযোগ করেছেন নন্দীগ্রামের বিধায়ক। পাল্টা অভিযোগের ঝুলি নিয়ে হাজির শাসকদলও।
প্রসঙ্গত, গত বছর নভেম্বর মাসে দুদিনের হিঙ্গলগঞ্জ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই বিষয়কে হাতিয়ার করেই শুভেন্দুর অভিযোগ, হিঙ্গলগঞ্জ সফর বাবদ মমতার যা অর্থ খরচ হয় তা মেটানো হয়েছে মিড ডে মিলের মতো সরকারি প্রকল্পের বরাদ্দ অর্থ থেকে। শুধু তাই নয়, এদিন এই অভিযোগ তুলে তাঁর সমর্থনে টুইটে (Tweet) বেশ কিছু নথিও যুক্ত করেছেন তিঁনি। টুইটে শুভেন্দু লিখেছেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা তাঁর সফরের খরচ তোলার জন্য স্কুল পড়ুয়াদের খাবারের থালায় ভাগ বসিয়েছেন। কী লজ্জা! মিড ডে মিলের তহবিল থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে গত নভেম্বরে মুখ্যমন্ত্রীর উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ সফরের খরচ মেটানো হয়েছে। এমনকি ‘এসসি, এসটি এবং ওবিসি’ উন্নয়ন তহবিলের টাকাও নষ্ট করা হয়েছে তাঁর সফরের জন্য।’’
এরপর ওপর একটি টুইটে, মুখ্যমন্ত্রীর দু’দিনের হিঙ্গলগঞ্জ সফর বাবদ ১ কোটি ৩৫ লক্ষ টাকা খরচ হয়েছে দাবি করে শুভেন্দু লেখেন, ‘‘পশ্চিমবঙ্গ সরকারের একেবারে উপরের তলা থেকে বিডিও স্তরের আমলারা নিয়মিত এক প্রকল্পের টাকা অন্যত্র খরচ করা অভ্যাসে পরিণত করে ফেলেছেন। কিন্তু শিশুর খাবারের থালা থেকে চুরি অকল্পনীয়! এ জন্যই বাংলার মিড ডে মিলের থালায় সাপ, টিকটিকি পাওয়া যায়।’’
CM @MamataOfficial grabs from School Childrens' food plates to fund her trips. What a shame !
Lakhs of rupees were diverted from the Mid Day Meal funds for CM's trip to Hingalganj; North 24 Parganas, last November. Even funds for SC, ST & OBC Development were wasted on her trip. pic.twitter.com/Q6paIC4l0t
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 19, 2023
রাজ্যের মুখ্যমন্ত্রীর ওপর এহেন আক্রমণে স্বাভাবিকভাবেই রেগে বোম ঘাসফুল শিবির। পাল্টা শুভেন্দুকে আক্রমণ তৃণমূল মুখপাত্র তথা রাজ্য তৃণমূল সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, ‘‘কোন খাতে কত খরচ, সেটা তো প্রশাসনিক বিষয়। কিছু নীতিগত বিষয় থাকে। তা কুৎসার আকারে পরিবেশন করা আপত্তিকর। শুভেন্দু যখন পর্যবেক্ষক থাকাকালীন হেলিকপ্টারে করে জেলায় ঘুরতেন, কোন খাত থেকে নিতেন? কেন নিতেন? শুভেন্দুই তো সবচেয়ে বেশি হেলিকপ্টার চেপেছেন!’’
শুধু তাই নয়, এরপর মোদী-শাহ প্রসঙ্গ তুলে কুণাল বলেন, ‘‘নরেন্দ্র মোদী, অমিত শাহরা যখন রাজ্য সফরে আসেন, তখন কোন খাত থেকে টাকা আনা হয়? কোনও না কোনও সরকারি খাত থেকে টাকা মেটানো হয়। এমন তো নয় যে, ব্যাঙ্ক থেকে টাকা তুলে তা এটিএমের মাধ্যমে খরচ করা হয়!’’ যদিও শুভেন্দুর তুলে ধরা নথি গুলোর সত্যতা যাচাই করা হয়নি, তবুও সেগুলিকে দেখে সরকারি নথি বলেই মনে হচ্ছে। অন্যদিকে তৃণমূল মুখপাত্রও কিন্তু সরাসরি শুভেন্দুর অভিযোগের বিরোধিতা করেননি। বরং প্রশাসনিক খরচের বিষয়টি ভালো মত বুঝিয়ে দিয়েছেন।