বন্দে ভারত অতীত! এবার ১৮০ কিমি বেগে ছুটবে ট্রেন, ট্রায়াল সম্পন্ন করল ভারতীয় রেল

বাংলাহান্ট ডেস্ক : বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এখন গোটা দেশের আগ্রহের বিষয়। সেমি হাইস্পিড (Semi High speed) এই ট্রেনকে (Train) ঘিরে উন্মাদনা প্রত্যেকের মনে। ভারতীয় রেল (Indian Railway) বিগত কয়েক মাসে বেশ কিছু বন্দে ভারত এক্সপ্রেস রুটে নামিয়েছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ট্রেনটি এক নতুন ইতিহাস তৈরি করেছে। কিন্তু বন্দে ভারতের রেশ কাটতে না কাটতেই আরও একটি হাই স্পিড ট্রেনের কথা সামনে আসছে।

আমরা কথা বলছি, দিল্লি-মিরাট RRTS (Rapid Railway Transit System) এর ব্যাপারে। দিল্লি ও তার আশেপাশের শহরগুলোকে যুক্ত করার জন্য ঘোষণা করা হয় এই নতুন ট্রেন সিস্টেমের। সম্প্রতি এই ট্রেনের ট্রায়াল রানের একটি ভিডিও সামনে এসেছে। এই নয়া ট্রেনটি নির্মাণ করা হয়েছে ন্যাশনাল হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেডের অধীনে।

নয়া এই ট্রেন রুটটি মোট ৮২.১৫ কিমি লম্বা। মূলত দিল্লি ও তার আশেপাশের শহরগুলোতে যোগাযোগ ব্যবস্থা দ্রুত করার জন্য এই সিস্টেমটির নির্মাণ করা হয়েছে। এই RRTS সিস্টেমেকে মাল্টি মোডাল সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করা হবে। অর্থাৎ RRTS এর স্টেশন যেখানে থাকবে সেখানে মেট্রো, বাস, এয়ারপোর্ট, রেল স্টেশনের মতো স্থানগুলোকে যুক্ত করা হবে।

ট্রায়াল ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেনটি ১৪০ কিমি প্রতি ঘন্টা বেগে ছুটছে। এই সিস্টেমের ট্রেনগুলো দেখতে খুবই আধুনিক। পাশাপাশি জানা গেছে এই ট্রেনটি প্রতি ঘন্টায় সর্বোচ্চ ১৮০ কিমি পর্যন্ত ছুটতে পারে। তবে যাত্রী নিরাপত্তার জন্য এই ট্রেনটিকে চালানো হবে ঘন্টায় ১৪০ থেকে ১৬০ কিমি বেগে। অর্থাৎ নয়া এই ট্রেন সিস্টেম রীতিমতো প্রতিযোগিতায় ফেলতে পারে আধুনিক বন্দে ভারত এক্সপ্রেসকেও।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর