ভোটার কার্ড হারিয়ে গেছে? এবার বাড়ি বসেই অর্ডার করে পেয়ে যান নতুন আইডি

বাংলাহান্ট ডেস্ক : সারাদেশে ফের একবার বেজে উঠেছে ভোটের (Election) দামামা। ইতিমধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয় সহ একাধিক রাজ্যে ভোটের দিনক্ষণ। অন্যদিকে, লোকসভা ভোট রয়েছে ২০২৪ সালে। তাই অনেকেই নিজেদের ভোটার কার্ড (Voter Card) তৈরি করতে ব্যস্ত হয়ে পড়েছেন এই সময়। অনেকের আবার ভোটার কার্ড থাকলেও তা হারিয়ে গিয়েছে (Missing) কিংবা অযত্নে নষ্ট হয়ে গিয়েছে। যাদের কার্ড হারিয়ে গিয়েছে বা ছিঁড়ে গিয়েছে তারা কিভাবে নতুন কার্ডের জন্য আবেদন করবেন তা আমরা এই প্রতিবেদনে বলব। কোনরকম ঝক্কি ছাড়াই কিভাবে বাড়ি বসে ভোটার কার্ড অর্ডার করতে হয় জেনে নিন…

যদি আপনি ডুপ্লিকেট ভোটার কার্ড (Duplicate Voter Card) অর্ডার করতে চান তাহলে চিন্তার কোন কারণ নেই। ভোটার কার্ড হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়ার ক্ষেত্রেও আপনি নতুন কার্ড আবেদন করতে পারেন। কিছু সহজ পদ্ধতির মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন ডুপ্লিকেট সচিত্র ভোটার পরিচয় পত্র। আসুন জেনে নিই:

1) আপনাকে প্রথমে একটি ফর্ম ডাউনলোড করতে হবে ডুপ্লিকেট ভোটার আইডি পাওয়ার জন্য।

2) রাজ্যের চিফ ইলেক্টোরাল অফিসারের ওয়েবসাইটে ঢুকে ডাউনলোড করুন EPIC-002 ফর্ম।

3) ফর্মটি ডাউনলোড করে যত্ন করে ফিলাপ করুন। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট অ্যাটাচ করুন। পাশাপাশি ডুপ্লিকেট ভোটার কার্ড তৈরি করার জন্য কারণ ও কার্ড হারিয়ে যাওয়ার ক্ষেত্রে এফআইআর এর কপিও অ্যাটাচ করতে হবে।

4) এছাড়াও প্রমাণ হিসেবে আপনার দরকার হবে এড্রেস প্রুফ, আইডেন্টিটি প্রুফ ও পাসপোর্ট সাইজের একটি ছবি। সব ডকুমেন্ট নিয়ে এই ফর্মটি জমা দিতে হবে আপনার স্থানীয় ইলেকশন অফিসারের কাছে। ফর্ম জমা দেওয়ার পর আপনি পেয়ে যাবেন একটি রেফারেন্স নম্বর।

5) এই রেফারেন্স নম্বরের ভিত্তিতে আপনি পরবর্তীতে আপনার আবেদনের স্ট্যাটাস ট্র্যাক করতে পারবেন।

6) আপনার ফর্ম সাবমিট হওয়ার পর নির্দিষ্ট অফিসার দ্বারা যাচাই হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আপনি ডুপ্লিকেট ভোটার কার্ডটি সংগ্রহ করতে পারবেন স্থানীয় ইলেকশন কমিশনের অফিস থেকে।

Voter ID Card Online

অনলাইন ছাড়া আপনি যদি অফলাইনে ডুপ্লিকেট ভোটার কার্ডের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে যেতে হবে ইলেকশন কমিশনের অফিসে। সেখানে একটি ফর্মে আপনাকে যথাসাধ্য ডকুমেন্টস সহ ফর্মটি জমা দিতে হবে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর