বিশ্বের সপ্তম প্রাচীনতম দেশ হল ভারত! জানুন কে রয়েছে প্রথম স্থানে

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশের ঐতিহ্য এবং সংস্কৃতি যে বহু পুরোনো তা আর বলার অপেক্ষা রাখে না। তবে, এবার সামনে এসেছে এক চমকপ্রদ তথ্য। জানা গিয়েছে, ভারত বিশ্বের সপ্তম প্রাচীনতম দেশ হিসেবে বিবেচিত হয়েছে। শুধু তাই নয়, ভারতের প্রাচীনতম সরকারের প্রমাণ পাওয়া গিয়েছে ২০০০ খ্রিস্টপূর্বাব্দে। মূলত, ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ (World Population Review)-এর এর সর্বশেষ তালিকায় এই প্রসঙ্গ উপস্থাপিত হয়েছে।

এমতাবস্থায়, প্রশ্ন উঠতেই পারে যে তাহলে বিশ্বের প্রাচীনতম দেশের তকমা কার কাছে রয়েছে? তবে, উত্তর মিলেছে এই প্রশ্নেরও। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ অনুযায়ী, ইরান বিশ্বের সবথেকে প্রাচীনতম দেশ হিসেবে বিবেচিত হয়েছে। পাশাপাশি, ইরানে সরকার ৩,২০০ খ্রিস্টপূর্বাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল বলেও জানা গিয়েছে। মূলত, এই দেশগুলিকে বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে শ্রেণিবদ্ধ করা হয়েছে।

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ তার তালিকাটি প্রাচীনতম সংগঠিত সরকারের সময়ের ওপর ভিত্তি করে তৈরি করেছে। এমতাবস্থায়, চলুন জেনে নেওয়া যাক এই তালিকায় দেশগুলি কোন কোন অবস্থানে রয়েছে। এতে ইরান, মিশর, আমেরিকা সহ একাধিক দেশকে রাখা হয়েছে। পাশাপাশি, তালিকায় ভারতের নাম রয়েছে ৭ নম্বরে।

এদের মধ্যে প্রথমে রয়েছে ইরান (৩,২০০ খ্রিস্টপূর্বাব্দ), দ্বিতীয় স্থানে রয়েছে মিশর (৩১০০ খ্রিস্টপূর্বাব্দ), তৃতীয় স্থানে ভিয়েতনাম (২৮৭৯ খ্রিস্টপূর্বাব্দ), চতুর্থ স্থানে আর্মেনিয়া (২৪৯২ খ্রিস্টপূর্বাব্দ), পঞ্চম স্থানে উত্তর কোরিয়া (২৩৩৩ খ্রিস্টপূর্বাব্দ), ষষ্ঠ স্থানে চিন (২০৭০ খ্রিস্টপূর্বাব্দ), সপ্তম স্থানে ভারত (২০০০ খ্রিস্টপূর্বাব্দ), অষ্টম স্থানে জর্জিয়া (১৩০০ খ্রিস্টপূর্বাব্দ), নবম স্থানে ইজরায়েল (১৩০০ খ্রিস্টপূর্বাব্দ) এবং দশম স্থানে সুদান (১০৭০ খ্রিস্টপূর্বাব্দ) রয়েছে।

whatsapp image 2023 01 20 at 1.24.23 pm

পাশাপাশি, স্ব-সার্বভৌমত্বের সময়ের ভিত্তিতে জাপান বিশ্বের প্রাচীনতম দেশ হিসেবে বিবেচিত হয়েছে। এর পরে রয়েছে চিন, ফ্রান্স এবং অন্যান্যরা। এমতাবস্থায়, এই তালিকাটিতে প্রথম স্থানে রয়েছে জাপান (৬৬০ খ্রিস্টপূর্বাব্দ), দ্বিতীয় স্থানে রয়েছে চিন (২২১ খ্রিস্টপূর্বাব্দ), তৃতীয় স্থানে সান ম্যারিনো (৩০১ খ্রিস্টাব্দ), চতুর্থ স্থানে ফ্রান্স (৮৪৩ খ্রিস্টাব্দ), পঞ্চম স্থানে অস্ট্রিয়া (৯৭৬ খ্রিস্টাব্দ), ষষ্ঠ স্থানে ডেনমার্ক (দশম শতাব্দীর আশেপাশে), সপ্তম স্থানে হাঙ্গেরি (১০০১ খ্রিস্টাব্দ), অষ্টম স্থানে পর্তুগাল (১১৪৩ খ্রিস্টাব্দ), নবম স্থানে মঙ্গোলিয়া (১২০৬ খ্রিস্টাব্দ) এবং দশম স্থানে রয়েছে থাইল্যান্ড (১২৩৮ খ্রিস্টাব্দ)।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর