মুখ্যমন্ত্রীর ব্যঙ্গচিত্র করায় দায়ের হয়েছিল মামলা! ১১ বছর পর অম্বিকেশকে নিষ্কৃতি দিল আদালত

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘ এক দশকের আইনি লড়াইয়ের অবসান! অবশেষে কার্টুন-কাণ্ডে (Cartoon Row) অব্যাহতি পেলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র (Ambikesh Mahapatra)। বুধবার আলিপুর জজ কোর্টের বিচারক কার্টুন মামলা থেকে অম্বিকেশবাবুকে রেহাই দিয়েছেন। এদিন আদালতের এক নির্দেশনামা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা খোদ জানিয়েছেন অধ্যাপক মহাপাত্র।

প্রসঙ্গত, ২০১২ সালের এপ্রিল মাসে এই ঘটনায় নাম জড়ায় অম্বিকেশ মহাপাত্রের। ১২ এপ্রিল তাঁর বিরুদ্ধে দায়ের করা হয় অভিযোগ। জানা যায়, তৃণমূলের মুকুল রায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ব্যাঙ্গচিত্র তৈরি করায় তাঁর বিরুদ্ধে পূর্ব যাদবপুর থানায় FIR দায়ের হয়। অবশেষে দীর্ঘ ১১ বছর পর মিলল স্বস্তি।

প্রায় ১০ বছর আগে অম্বিকেশবাবুকে গ্রেফতার করে পূর্ব যাদবপুর থানার পুলিশ। সেখান থেকে জামিন পেলেও চার্জশিট দিয়ে মামলা চালিয়ে যাচ্ছিল পুলিশ। এরপর দু’বছর আগে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর আলিপুর আদালতের চিফ জুডিশিয়ার ম্যাজিস্ট্রেটের এজলাসে অভিযোগ প্রত্যাহারের আবেদন জানান অম্বিকেশবাবু। তবে সেই আবেদন খারিজ করে আদালত। এরপর অ্যাডিশনাল সেসন জজের এজলাসে অভিযোগ প্রত্যাহারের আবেদন জানালে সেই আবেদন গৃহীত হয়।

cartoon case

আদালতের এই নির্দেশকে নাগরিকের বাকস্বাধীনতার জয় বলে উদযাপন করেছেন অধ্যাপক। পাশাপাশি অম্বিকেশ মহাপাত্রের বলেন , ‘সেই ঘটনার পর আমার উপর শারীরিক হামলা হয়, প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। পুলিশকে দিয়ে গ্রেফতার করানো হয়েছে। রাতে হাজতবাস করানো হয় এবং পরের দিনেই আলিপুর ক্রিমিনাল কোর্টে ফৌজদারি মামলা দায়ের হয়।’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর