বাংলাহান্ট ডেস্ক : অভিনেতা তথা বিজেপির বিধায়ক হিরণ চ্যাটার্জীকে (Hiran Chatterjee) কড়া ভাষায় এবার সাবধান করলেন বিজেপি (BJP) নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। হিরণ অনেক দিন ধরেই বিজেপির অন্যতম সেরা একজন বিধায়ক (MLA)। কিন্তু কী এমন হলো যে তাঁকে সাবধান করতে আসতে হলো দলের নেতা স্বয়ং দিলীপ ঘোষকে? হিরণের বিরুদ্ধে তাঁর কড়া মন্তব্য, যদি কেউ দলে থাকতে চায় তাঁকে দলের নিয়ম কানুন মেনে চলতে হবে।
তবে তিনি জানান যে, দলের তারকা বিধায়ক এবং অভিনেতা হিরণ চ্যাটার্জীকে নিয়ে তিনি কিছু ভাবছেন না, বা এখন মাথাও ঘামাচ্ছেন না। তাঁর বক্তব্য দলের অন্যান্য নেতৃবৃন্দ, কর্মী এবং সদস্যদের প্রতি। সকলেই যেন দলের নিয়ম নীতি মান্য করে চলেন এবং সকলকে সম্মান দিয়ে চলেন এবং তিনি বেশ কড়া ভাষাতেই সকলকে সতর্ক করেন
পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে এই প্রবীণ বিজেপি নেতা বলেন যে, তাঁদের দলের মূল কথা হলো সবাই যেন খুব সাবধানে খুব সতর্কিত ভাবে দলে যুক্ত থাকেন এবং দলকে মান্যতা দেন। এক ই সঙ্গে তার সংযোজন, “এটি তৃণমূল পার্টি বা মমতা বন্দোপাধ্যায়ের দল নয়”। পাশাপাশি তিনি বলেন যে তাঁদের দল সিপিএমও নয়, যে বিশৃঙ্খলা চলবে। কার্যত সতর্কতার সুরে দিলীপ ঘোষ বলেন, ‘দলটা বিজেপি। মাথায় রাখতে হবে।’
শনিবার প্রাতঃভ্রমণের পর আরএসএসের কর্মীদের সাথে তাঁকে আলাপচারিতা করতে দেখা যায় দুর্গাপুরের চিত্রালয় ময়দান সংলগ্ন যে রাজীব গান্ধী স্মারক ময়দানের পাশে চায়ের দোকানে। খোঁজ খবর করেন গোটা এলাকাতে কেমন কাজ চলছে ও অন্যান্য কী খবর আছে সেই নিয়ে। এবং সেই সময় চা খেতে খেতেই এই মন্তব্য করেন তিনি।