দুই রুমের ফ্ল্যাট নেই টিভি, মোবাইল! ৩৫০০ কোটির মালিক রতন টাটার ভাই এভাবেই কাটাচ্ছেন জীবন

বাংলাহান্ট ডেস্ক: রতন টাটার (Ratan Tata) নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এমন এক ব্যক্তিত্ব যিনি একাধারে নম্র, ভদ্র ও শান্ত। আবার একইসঙ্গে তিনিই হলেন ভারতের শ্রেষ্ঠ ব্যবসায়ীদের মধ্যে একজন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের দিনে একাধিক জনপ্রিয় ব্যক্তিদের ব্যক্তিগত জীবনের সম্পর্কে অনেক কিছু জানা যায়। রতন টাটাও নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে। 

আবারও তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করলেন নিজের পারিবারিক জীবনের একটি ছবি। টাটা অ্যান্ড সনসের চেয়ারম্যান নিজের ভাই জিমি টাটার সঙ্গে কাটানো একটি মুহূর্তের ছবি শেয়ার করলেন। পোস্টটিতে লিখেছেন, ‘সেই খুশির দিনগুলি। তখন আমাদের মাঝে কিছুই আসেনি।’ তারপর লিখেছেন, ‘১৯৪৫ সালে আমার ভাই জিমি টাটার সঙ্গে।’ রতন টাটা একটি ৭৮ বছর পুরোনো সাদা কালো ছবি শেয়ার করেছেন। 

ratan tata

রতন টাটার ব্যাপারে অনেক কিছু জানা গেলেও তাঁর ভাই জিমির ব্যাপারে তেমন কিছু জানা যায় না। জিমি ও রতনের আরও এক ভাই রয়েছেন নোয়েল টাটা। তিনি নাভাল টাটা ও তাঁর দ্বিতীয় স্ত্রী সিমোন টাটার ছেলে। জিমি টাটা হলেন রতনের ছোট ভাই। তবে তাঁকে দত্তক নিয়েছিলেন স্যার রতনজী টাটার স্ত্রী নওয়াবাই। জিমি একটি মধ্যবিত্ত পারসি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় তাঁর বাবাকে হারান। তখন তাঁকে দত্তক নেয় টাটা পরিবার। 

জিমি অবিবাহিতই থেকে গিয়েছেন। আজীবন টাটা গ্রুপে কাজ করেছেন এবং নব্বই দশকের গোড়ায় সব স্থান থেকেই অবসর নেন। জানা যায়, জিমি অত্যন্ত সাদামাটা ভাবে জীবনযাপন করেন। এখনও কোনও মোবাইল ফোন ব্যবহার করেন না। ৮২ বছর বয়সি জিমি কোলাবায় একটি ২ কামরার ফ্ল্যাটে থাকেন, একাই। জিমির কিন্তু ব্যবসায় কোনও আগ্রহ ছিল না। তিনি খুব ভাল স্কোয়াশ খেলতে পারতেন।

অবসর নিলেও টাটা গ্রুপের সঙ্গে সম্পর্ক পুরোপুরি ছিন্ন হয়নি জিমির। তিনি টাটা সনস, টিসিএস, টাটা মোটরস, টাটা স্টিল, টাটা কেমিক্যাল, ইন্ডিয়ান হোটেলস এবং টাটা পাওয়ারের একজন শেয়ারহোল্ডার। এছাড়াও স্যার রতন টাটা ট্রাস্টের অন্যতম ট্রাস্টি হলেন জিমি টাটা। 

Subhraroop

সম্পর্কিত খবর