সৎ মায়ের সঙ্গে বনত না, বাবা ফিরেও তাকাতেন না, শৈশব অনাদরে কেটেছে জাভেদ আখতারের

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলিউড ইন্ডাস্ট্রি তথা ভারতীয় সঙ্গীত জগতের নামী গীতিকার জাভেদ আখতার (Javed Akhtar)। তিনি যতটা সম্মানীয় একজন মানুষ, তাঁকে নিয়ে বিতর্কও কিন্তু কম নেই। এমনকি ব্যক্তিগত জীবনেও অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন জাভেদ। নিজের বাবা মায়ের সঙ্গেই সম্পর্ক ভাল ছিল না তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খোলেন তিনি।

জান নিসার আখতার এবং সাফিয়া সিরাজ উল হক এর সন্তান জাভেদ আখতার। তাঁর বাবাও ছিলেন একজন জনপ্রিয় কবি। খুব কম বয়সে মাকে হারান জাভেদ। ছোট থেকেই এক রকম অনাদরে বড় হয়েছেন তিনি। অন্তত বাবা মায়ের স্নেহ, ভালবাসা কাকে বলে তা কোনোদিন বুঝতে পারেননি জাভেদ।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে শৈশবের না পাওয়া গুলো প্রকাশ করেন জাভেদ আখতার। তিনি বলেন, তাঁর বাবা খুবই ভাল একজন কবি ছিলেন। কিন্তু একজন বাবা হিসাবে তিনি ব্যর্থ হয়েছিলেন। অবশ্য এ জন্য বাবাকে দোষারোপ করেন না। তাঁর মতে, একজন মানুষ সর্বগুণসম্পন্ন হয় না। তেমনি তাঁর বাবাও একজন ভাল কবি ছিলেন। কিন্তু অন্যান্য ভূমিকা তিনি পালন করতে ব্যর্থ হয়েছিলেন।

শৈশবের মাত্র দু তিন বছরই বাবা মায়ের সঙ্গে কাটিয়েছিলেন জাভেদ আখতার। স্ত্রীর মৃত্যুর কয়েক বছর পর দ্বিতীয় বিয়ে করেন তাঁর বাবা। এতেও বাবার প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করেননি জাভেদ। তাঁর মতে, কবি জান নিসার আখতার সে সময়ে তরুণ ছিলেন। হয়তো একাকীত্ব ঘিরে ধরছিল তাঁকে। তাই দ্বিতীয় বিয়ে করেন তিনি।

কিন্তু সৎ মায়ের সঙ্গে কোনোদিনই বনিবনা হয়নি জাভেদের। বরং বাবা দ্বিতীয় বিয়ে করতেই বাড়ি ছেড়ে নিজের মামাবাড়িতে গিয়ে ওঠেন তিনি। একথাও স্বীকার করতে পিছপা হননি জাভেদ। তিনি জানান, মুম্বইতে থাকাকালীনও বাবা মায়ের সঙ্গে এক বাড়িতে কোনোদিন থাকেননি তিনি। একজন অতিথির মতোই দেখা করতে যেতেন তিনি বাবার সঙ্গে।

জাভেদ আখতার প্রথমে বিয়ে করেছিলেন হানি ইরানিকে। তাঁদের দুই সন্তান ফারহান আখতার এবং জোয়া আখতার। হানির সঙ্গে বিচ্ছেদের পরেই শাবানা আজমির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জাভেদ। তবে সৎ মায়ের সঙ্গে ভালোই সম্পর্ক ফারহান এবং জোয়ার।

X