বাংলা হান্ট ডেস্কঃ ফের প্রকাশ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি (Recruitment Scam)। এবার আপার প্রাইমারিতে (Upper Primary) চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে শিলিগুড়ি (Siliguri) থেকে গ্রেফতার এক শিক্ষক। শিলিগুড়ির হাকিমপাড়া থেকে শুক্রবার রাতে পঙ্কজকুমার বর্মন নামক ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, তিঁনি শিলিগুড়ির রথখোলা বরদাকান্ত উচ্চ বিদ্যালয়ে সংস্কৃতের শিক্ষক ছিলেন।
আরও কী জানা যাচ্ছে? সূত্রের খবর, ২০২১ সাল থেকে বরদাকান্ত বিদ্যাপীঠে শিক্ষকতা করছেন তিঁনি। অভিযোগ, আপার প্রাইমারিতে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন ওই ব্যক্তি। গ্রেফতার করার পর শনিবার জলপাইগুড়ি আদালতে তোলা হয় পঙ্কজবাবুকে। এরপর আদালত তাঁকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।
চলতি মাসেই ১০ তারিখ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে আমবাড়ির ফালাকাটার চিন্তামোহন উচ্চবিদ্যালয়ের শিক্ষক সন্তোষ বর্মনকে গ্রেফতার করে আমবাড়ি ফাঁড়ির পুলিশ। বর্তমানে জেলবন্দি রয়েছেন সন্তোষ। সূত্রের খবর, তাঁকে জিজ্ঞাসাবাদ করেই পঙ্কজবাবুর হদিস মিলেছে। এরপরেই তদন্তে নামে এনজেপি থানার আমবাড়ি ফাঁড়ির পুলিশ। অবশেষে গ্রেফতার করা হল অভিযুক্ত শিক্ষককে।
জানা গিয়েছে, আদতে কোচবিহারের বাসিন্দা হলেও বর্তমানে ধৃত পঙ্কজ কুমার বর্মণ শিলিগুড়ি পুরনিগমের ১৬ নম্বর ওয়ার্ডে পরিবার নিয়েই এখানে বসবাস করতেন। বহুদিন যাবৎ এখানে রয়েছেন বলেই জানা গিয়েছে। অন্যদিকে, শনিবার সকালে স্কুল খোলার বরদাকান্ত বিদ্যাপীঠের অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের সামনে আসে। পঙ্কজবাবুর গ্রেফতারের ঘটনায় তাঁরা সকলেই হতবাক।
তাঁর গ্রেফতারির বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব সরকার বলেন, ‘২০২১ সাল থেকে পঙ্কজ কুমার বর্মণ শিক্ষক স্কুলে পড়াচ্ছেন। তিঁনি সংস্কৃতের শিক্ষক। প্রতারণা ব্যাপারে কিছু জানা ছিলনা। স্বাভাবিকভাবেই একজন স্কুল শিক্ষক গ্রেফতার হওয়ায় স্কুলের সুনামে প্রভাব পড়বে।’
একদিকে শিক্ষক নিয়োগে দুর্নীতির দরুন ডামাডোল অবস্থা রাজ্যে। দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে কেন্দ্রীয় সংস্থার জালে একের পর এক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে শিক্ষা প্রশাসনের একাধিক প্রভাবশালীর ব্যক্তি। এরই মধ্যে ফের প্রকাশ্যে আরেক দুর্নীতি কাণ্ড।