বাংলা হান্ট ডেস্ক : আরও একবার পরিবর্তিত হতে চলেছে উত্তর ভারতের আবহাওয়া (Weather)। মৈসম বিভাগ জানিয়েছে, আগামী ২৪ এবং ২৫ জানুয়ারি বেশ কয়েকটি রাজ্য প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে। আইএমডির (IMD) এক আধিকারিক ড. সোমা সেন রায় জানান, ‘পশ্চিমী ঝঞ্জার প্রবল দাপটে দ্রুত বদলাবে উত্তর ভারতের আবহাওয়া।’ জানা যাচ্ছে, উত্তর প্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ এবং পাঞ্জাবের বেশ কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।
ওই আধিকারিক আরও জানান, ‘তাপমাত্রা হ্রাস পাবে ২৪ ও ২৫ জানুয়ারি। তার জেরেই গোটা উত্তর ভারত জুড়েই বাড়বে শীতের প্রকোপ।’ ড. রায় বলেন, ‘২৪ জানুয়ারি উত্তর ভারতের আকাশ মেঘলা থাকবে। ২৬ জানুয়ারি সকাল পর্যন্ত গোটা এলাকা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।’ তিনি আরও জানান, এই বৃষ্টির প্রভাবে উত্তর ভারতের তাপমাত্র অনেকটাই হ্রাস পাবে। তবে আবহাওয়ার বিরাট পরিবর্তন হবে না। চলতি সপ্তাহের শেষের দিকে আবারও কিছুটা বৃদ্ধি পাবে সর্বোচ্চ তাপমাত্রা। গতকাল দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
২ বছর পর ২১ জানুয়ারির তাপমাত্রা এতটা বৃদ্ধি পেয়েছিল। গতকাল শনিবার উত্তর ভারতের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। ২০২০ সালের ২১ জানুয়ারি তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল। ২০২১ সালের ৫ জানুয়ারি তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালের ৫ জানুয়ারি তাপমাত্রা ছিল ২২.৬ ডিগ্রি সেলসিয়াস। ২০২০ সালের ৪ জানুয়ারি তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা সর্বকালীন রেকর্ড।
দিল্লিতে শনিবার আরও একবার পতন ঘটল তাপমাত্রার পারদের। গত শুক্রবার ভারতের রাজধানী শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল শনিবার সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যায় ৬.২ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি ঠান্ডা ছিল মুঙ্গেশপুরে। সেখানে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে গতকাল, গুরুগ্রামে ৬.৮, নয়ডায় ৭.৫, গাজিয়াবাদে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস।