যারা সমালোচনা করছেন তারা আগে নিজেকে দেখুন, নিন্দুকদের জব্বর শিক্ষা শ্রাবন্তীর

বাংলাহান্ট ডেস্ক: শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের (Srabanti Chatterjee) অনুরাগীদের একটাই অভিযোগ, তিনি আগের তুলনায় ছবির সংখ্যা কমিয়ে দিয়েছেন। এখন বড়পর্দায় প্রায় দেখাই যায় না অভিনেত্রীকে। শেষবার ‘ভয় পেও না’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রাবন্তী। বেশ কয়েক মাস পর ‘কাবেরী অন্তর্ধান’এ দেখা মিলল তাঁর। বাংলা সিনেমার দাপুটে সব অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন শ্রাবন্তী।

সেই তিন দশক আগে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছিলেন শ্রাবন্তী। তাও আবার বাবা মেয়ের চরিত্রে। তখন তিনি অনেকটাই ছোট। তারপরে আর সুযোগই হয়নি বুম্বাদার সঙ্গে কাজ করার। কিন্তু কাবেরী অন্তর্ধান তাঁকে সুযোগ করে দিয়েছে প্রসেনজিৎ এবং কৌশিক গঙ্গোপাধ্যায় দুজনের সঙ্গেই আবার কাজ করার।

Srabanti chatterjee

একই ছবিতে কৌশিক গঙ্গোপাধ্যায়, কৌশিক সেন, চূর্ণী গঙ্গোপাধ্যায়, প্রসেনজিতের মতো অভিনেতা অভিনেত্রীরা। এঁদের সঙ্গে তাল মিলিয়ে অভিনয় করা মুখের কথা নয়। তবে শ্রাবন্তী জানান, পরিচালক কৌশিক তাঁকে খুব ভালভাবেই সবকিছু বুঝিয়ে দিয়েছিলেন, তাই কোনো অসুবিধা হয়নি। পাশাপাশি তিনি সবাইকে দেখে অনেক কিছু শিখেছেন।

সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ, ট্রোল নিয়েও মন্তব্য করেন শ্রাবন্তী। তাঁর মতে, এখন মানুষ একটু বেশিই জাজমেন্টাল হয়ে গিয়েছে। যারা সমালোচনা করে তাদের আগে নিজেকে দেখা উচিত বলে মত অভিনেত্রীর। ছবিতে নগ্নতা নিয়ে তাঁর একটি সংলাপের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, কেউ যদি খোলামেলা পোশাক পরেও সাবলীল হয় তাহলে কে কী বলল তাতে কিছু যায় আসে না। কারণ অনেকের হয়তো তাঁকে দেখে ভাল লাগতেই পারে।

হঠাৎ করেই ফিটনেস সচেতন হয়ে ওঠার পেছনের রহস্যও ফাঁস করেন শ্রাবন্তী। তিনি জানান, রোগা না হলেও ওজন কমিয়ে ফিট থাকতে চান তিনি। তাই এত শরীরচর্চার ধুম। তাছাড়া লকডাউনের সময়ে প্রচুর খাওয়াদাওয়া হয়ে গিয়েছে তাঁর। বেড়েছে ওজনও। শ্রাবন্তীর স্বীকারোক্তি, ঘি, মাখন, মাটন দেখলে লোভ সামলাতে পারেন না তিনি। মনকে কষ্ট দিয়ে ডায়েটিং করা তাঁর পক্ষে সম্ভব নয়। তাই স্বাস্থ্যকর খাবারও খাচ্ছেন আবার জিমে ঘামও ঝড়াচ্ছেন শ্রাবন্তী।


Niranjana Nag

সম্পর্কিত খবর