বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে নির্বাচন যতই এগিয়ে আসছে ততই দ্বন্দ্বতে জড়াচ্ছে সমস্ত রাজনৈতিক দল। শাসক থেকে শুরু করে বিরোধী, আক্রমণ-পাল্টা আক্রমণে সরব সকলেই। এবার এই আবহেই তৃণমূল সাংসদ (TMC MP) সৌগত রায়ের (Saugata Roy) নিশানায় ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। প্রকাশ্যে ভরা সভায় দাঁড়িয়ে একহাত নিলেন ফাটাকেষ্ট-কে। তবে যে সে আক্রমণ নয়! একেবারে ‘বুড়ো’র তকমা দিলেন মহানায়ক মিঠুন চক্রবর্তীকে।
পঞ্চায়েত ভোটকে (Panchayat Vote) সামনে রেখে একেবারে কোমর বেধে ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। লক্ষ্য ২৩ পঞ্চায়েত জয়। চলছে প্রচার, সভা, পাল্টা সভা, সাথেই আক্রমণের বান। একদিকে ভিন রাজ্য থেকে গেরুয়া মন্ত্রী, নেতারা পা রাখতে শুরু করেছেন রাজ্যে, অন্যদিকে বঙ্গ জুড়ে চলছে তৃণমূলের ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি। টানটান উত্তেজনা সর্বত্র। শনিবার সেই কর্মসূচির অংশ হিসেবে খড়দহে এক সবাপ গিয়েছিলেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। সেখান থেকেই কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির মিঠুন চক্রবর্তীকে।
মিঠুন প্রসঙ্গে ঠিক কী মন্তব্য করলেন তৃণমূল সাংসদ? এদিন প্রকাশ্য সভা থেকে সৌগত রায় বলেন, “মিঠুন বুড়ো হয়ে গিয়েছেন। বম্বেতে কোনও কাজ পান না তাই বাংলায় এসেছেন।” এখানেই থেমে থাকেননি তৃণমূল নেতা। এরপর আবাস যোজনা ঘর প্রসঙ্গ তুলে মিঠুনকে তোপ দেগে বলেন , “দু’দিন আগে দিদির (মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়) পা ধরত। মিঠুনের বাবার ক্ষমতা নেই ঘর তৈরি করে দেওয়ার। ও জানে ঘর তৈরিতে কত টাকা লাগে?”
তৃণমূল সাংসদের এহেন মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মন্তব্যের তীব্র নিন্দা করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। প্রসঙ্গত, ভোটপূর্বে বাংলায় এসে বারংবার তৃণমূলের আক্রমণের শিকার হচ্ছেন মহানায়ক। কিছুদিন আগেই তৃণমূলের দেব ও মিঠুন অভিনীত ‘প্রজাপতি’ ছবি ঘিরে দানা বাধে জোর বিতর্ক। সেখানেও তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ নজিরবিহীন আক্রমণ করে বিজেপির মিঠুনকে। এবার সেই রেশ কাটতে না কাটতেই ফের তৃণমূলের আক্রমণের শিকার মিঠুন চক্রবর্তী।