বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় সিনেপ্রেমীদের মধ্যে বায়োপিক জঁর বেশ জনপ্রিয়। এর আগে অতীতের একাধিক ক্রীড়াবিদের বায়োপিক নিয়ে চলচ্চিত্র নির্মাণ করে বক্স অফিসে সফলতা পেয়েছেন ছবি নির্মাতারা। ধোনির জীবনে অবলম্বনে “এম এস ধোনি, অ্যান আনটোল্ড স্টোরি”, মিলখা সিং এর জীবনী অবলম্বনে “ভাগ মিলখা ভাগ”, মেরি কমের বায়োপিক, মহম্মদ আজহারউদ্দিনের বায়োপিক “আজহার” ইত্যাদি সিনেমা গুলো বক্স অফিসে চূড়ান্ত সফলতা পেয়েছে।
এবার সেই ধারা অবলম্বন করেই তৈরি হতে চলেছে সৌরভ গাঙ্গুলীর বায়োপিক। যদিও সিনেমার নাম এবং স্ক্রিপ্ট এখনো চূড়ান্ত হয়নি। সৌরভ এখনও নিজে সম্পূর্ণ স্ক্রিপ্ট শোনেননি। সেই উদ্দেশ্যেই আজ রাতেই তিনি মুম্বাই উড়ে যেতে পারেন বলে খবর পাওয়া গিয়েছে।
তার হাত ধরে এক সময় নতুন দিশা হয়েছিল ভারতীয় ক্রিকেট। গড়াপেটার কালো অন্ধকার অধ্যায় পেরিয়ে ভারতকে আন্তর্জাতিক ক্রিকেটে ডানা মেলে উড়তে শিখিয়েছেন। বিদেশের মাটিতে কিভাবে প্রতিপক্ষের চোখে চোখ রেখে লড়াই করতে হয় সেটাও তার অধিনায়কত্বেই প্রথম শিখেছে ভারত। মূলত এই ঘটনাগুলির উপর ভিত্তি করেই বানানো হবে সৌরভের বায়োপিক।
বায়োপিকের কাহিনী ঠিক কোন পথে এভাবে সেটা সৌরভের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেবেন নির্মাতারা। তাকে নিয়ে নির্মিত ছবির মধ্যে দিয়ে কোন ভুল তথ্য দর্শকদের কাছে পৌঁছোক এমনটা চান না মহারাজ নিজে। তাই প্রাক্তন ভারতীয় অধিনায়ক এর পরামর্শ মেনেই ছবির স্ক্রিপ্ট চূড়ান্ত করা হবে।
সৌরভ গঙ্গোপাধ্যায়ের গত অক্টোবরে বিসিসিআই সভাপতির পদ খুঁইয়েছিলেন। তারপরে তার ভবিষ্যৎ কি হবে সেই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। মাঝখানে সিএবি সভাপতি হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তার দাদা সিআইপি সভাপতি হয়েছে। তিনি আসন্ন আইপিএলে দিল্লি ক্যাপিটালস এর ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে কাজ করবেন।