দাউদাউ করে জ্বলছে বজবজ জুটমিল, এলাকা জুড়ে তুমুল আতঙ্ক!

বাংলাহান্ট ডেস্ক : চারিদিকে দাউ দাউ করে জ্বলছে আগুন। পুড়ে ছারখার হয়ে যাচ্ছে চারদিক। জানা গিয়েছে যে, সোমবার বজবজের (Budge budge) একটি জুট মিলের (Jute mill) গুদাম (Godown) ঘরে বিকেল সাড়ে চারটে নাগাদ আগুন লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পাঁচটি দমকলের ইঞ্জিন (Fire Brigade) পৌঁছয়। জুট মিলে কারেন্টের শর্ট সার্কিট থেকেই লাগে এই আগুন লেগেছে বলেই মনে করা হচ্ছে। তবে এখন আগুন নেভানোর কাজ চলছে। এলাকায় এই অগ্নিকাণ্ডের জেরে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এলাকার লোকজনের কথা অনুযায়ী, তাঁরা বিকেলের দিকে হঠাৎ করে দেখেন যে, জুট মিলে আগুন জ্বলছে। সকলেই নিজের নিজের বাড়ি থেকে যতটা পারে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু তাঁরা যখন দেখেন যে আগুন নিয়ন্ত্রণে আনতে পারছেন না, তখন তাঁরা দমকলে খবর দেন, এবং খবর দেওয়ার পর পরই ৫টি ইঞ্জিন সেই স্থানে পৌঁছে গিয়ে জল নেভানোর কাজ শুরু করে।

fire3 2

সূত্রের খবর, স্থানীয় বাসিন্দারা প্রায় এক ঘন্টা ধরে আগুন নেভানোর কাজ করে এবং দমকল বাহিনীর কর্মীরা চেষ্টা করেন আগুনকে নিয়ন্ত্রণে আনার। স্থানীয় সূত্রে জানানো হয় যে যখন জুট মিলে আগুন লাগে তখন সেখানে কেউ ছিল না। জুট মিলের গোডাউনটি বন্ধ ছিল, যার ফলে কোনো বড় ক্ষতি হয়নি। বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অনেক বড় একটি ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে গেছেন জুট মিলের কর্মীরা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর