তামিলনাড়ুতে মন্দিরের অনুষ্ঠানে ক্রেন ভেঙে বিপত্তি! মৃত ৪, আহত ৯

বাংলাহান্ট ডেস্ক: একটি মন্দিরের অনুষ্ঠানে ভয়াবহ দুর্ঘটনা ঘটল তামিলনাড়ুর আরাক্কোনামে। ভিড়ের উপর ক্রেন ভেঙে পড়ে মৃত্যু হল ৪ জনের। একইসঙ্গে ৯ জনের আহত হওয়ারও খবর মিলেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে। তামিলনাড়ুর কীলবিড়ি গ্রামের দ্রৌপথী মন্দিরে দ্রৌপথী আম্মান উৎসব চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে। 

তামিলনাড়ুর এই উৎসবটি পোঙ্গালের পরেই পালিত হয়। প্রতি বছর দ্রৌপথী ও মান্ডিয়াম্মান মন্দিরে এই উৎসব পালিত হয়। এই উৎসবে ভক্তরা দেবতাদের বিগ্রহগুলি একটি ক্রেন থেকে ঝুলিয়ে তার উপর মালা পরান। রবিবারও এই রীতি পালন করা হচ্ছিল। কিন্তু ৮টা ১৫ মিনিট নাগাদ হঠাতই ক্রেনটি ভিড়ের উপর ভেঙে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের। 

একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। এছাড়াও আহত হয়েছেন আরও ৯ জন। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার জেরে ক্রেন চালককে গ্রেফতার করা হয়েছে। ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তা তদন্ত করছে পুলিশ। গোটা ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তাতে দেখা যাচ্ছে, ক্রেনে দেবতাদের বিগ্রহের পাশাপাশি উপস্থিত রয়েছেন বেশ কিছু মানুষ। কিছুক্ষণের মধ্যেই ক্রেনটি ভিড়ের উপর ভেঙে পড়ে। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় উপস্থিত জনতার মধ্যে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তিন জনের। ওই মন্দিরের উৎসবে ক্রেন ব্যবহার করার অনুমতি ছিল না বলে জানিয়েছেন জেলাশাসক। 

রানিপেটের জেলাশাসক ভাস্কর পান্ড্যান বলেন, “এই ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। কিন্তু ওই উৎসবে ক্রেন ব্যবহার করার অনুমতি ছিল না। মন্দিরটি বেসরকারি। প্রতি বছরই সেখানে উৎসব হয়। কিন্তু এ বছর ক্রেনের ব্যবহার করা হয়। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। দোষীদের শাস্তি হবে।”

Subhraroop

সম্পর্কিত খবর