ভারত সফরের আগে দুরন্ত ছন্দে স্টিভ স্মিথ! টানা দুটি শতরানের পর আজ BBL-এ ফের ঝলসে উঠলো ব্যাট

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সামনেই রয়েছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) চার ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে দুরন্ত ফর্মে রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ (Steve Smith)। এই মুহূর্তে তিনি অংশ নিচ্ছেন অস্ট্রেলিয়ান বিগ ব্যাশ লিগে (BBL)। সেই টুর্নামেন্টে ব্যাট হাতে অসাধারণ ছন্দে রয়েছেন তিনি। সিডনি সিক্সার্স (Sydeny Sixers) দলের প্রথম ক্রিকেটার হিসেবে টানা দুটি বিবিএলের ম্যাচে শতরান করেছিলেন তিনি। এরপর ব্যাট হাতে আজকেও বড় ইনিংস খেলেছেন স্মিথ।

আজ হোবার্ট হ‍্যারিকেন্স দলের বিরুদ্ধে তার দল ২৪ রানের ব্যবধানে জয় পেয়েছে। কিন্তু প্রথম ইনিংসে কিছুটা হলেও ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয়েছিল সিডনি। স্টিভ স্মিথ ছাড়া আর কেউই ভালো এবং বড় ইনিংস খেলতে পারেননি। আজ তার ৩৩ বলে ৬৬ রানের ইনিংসে ভর করে তিনি ১৮০ রানের স্কোর অবধি পৌঁছেছিল সিক্সার্সরা।

তিনি আজ ৩৩ বলের ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা মেরেছিলেন স্মিথ। সিক্সার্স আজ ১৮১ রানের লক্ষ্য দেওয়ার পর হোবার্ট হ্যারিকেন্স ৮ উইকেট হারিয়ে ১৫৬ রানের বেশি তুলতে পারেনি। শেষে দেখা যায় স্মিথের ইনিংসটি দুই দলের মধ্যে তফাৎ গড়ে দিয়েছে। অল্পের জন্য আজ প্রথম ক্রিকেটার হিসেবে বিগ ব্যাশ লিগে টানা ৩ ম্যাচে শতরানের রেকর্ড গড়া থেকে বঞ্চিত হয়েছেন তিনি।

এর আগের দুটি ম্যাচে স্টিভ স্মিথ যথাক্রমে অ্যাডিলেট স্টাইকার্সদের বিরুদ্ধে ৫৬ বলে ১০১ এবং সিডনি থান্ডার্সদের বিরুদ্ধে ৬৬ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। দুটি ম্যাচেই তার দল জয় পেয়েছিল বড় রানের ব্যবধানে। অনেকেই তাকে টি-টোয়েন্টি ফরম্যাটের যোগ্য নয় বলে ঘোষণা করেছিল। তাদেরকে এখন যথাযথ জবাব দিচ্ছেন অজি তারকা।

Steve Smith ২০০

গত কয়েক মাসে টানা দুটি টেস্ট ম্যাচে, টানা দুটি ওডিআই ম্যাচে শতরান পেয়েছিলেন অজি তারকা। এবার ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে হলেও টানা দুটি টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচে শতরান পেলেন তিনি। ভারত সফরের জন্য যে পুরোপুরি তৈরি স্টিভ স্মিথ সেটা তার ব্যাট বারে বারে বুঝিয়ে দিচ্ছে। যদিও ভারতের মাটিতে পরিবেশ পরিস্থিতি অনেকটাই আলাদা থাকবে, কিন্তু স্মিথ আগেও ভারতের মাটিতে বিভিন্ন ফরম্যাটে সফল হয়েছেন। বর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতীয় বোলারদের তাকে রুখে রাখতে বেশ ভালই বেগ পেতে হবে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর