কেমন ছিল প্রথম মাতৃত্বের অভিজ্ঞতা, অবশেষে মুখ খুললেন অভিনেত্রী অনুষ্কা শর্মা

বাংলাহান্ট ডেস্ক : বলিউড (Bollywood) জগতের এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা(Anushka Sharma)। তাঁর অভিনয় বরাবরই মুগ্ধ করেছে দর্শকদের। ২০০৮ সালে আদিত্য চোপড়ার যশ রাজ ফিল্মসের হাত ধরে ‘রব নে বানা দি জোড়ি’ সিনেমায় অভিনয় করে বলিউড জগতে আত্মপ্রকাশ করেন এই অভিনেত্রী। তাঁর বিপরীতে অভিনয় করতে দেখা গেছে শাহরুখ খানকে(Shah Rukh Khan)।

প্রথম ছবিতে অভিনয় করেই দর্শকের মন জিতে নিয়েছিলেন অভিনেত্রী। তারপর একের পর এক ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০১০ সালে রোমান্টিক সিনেমা ‘ব্যান্ড বাজা বারাত’ ছবিতে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তাঁর বিপরীতে দেখা গেছে রণবীর সিং-কে। সকল অভিনেত্রীকে পেছনে ফেলে জিতে নিয়েছেন সেরা অভিনেত্রীর পুরস্কার।

5irko17 anushka sharma 625x300 11 november 22

এবার এই অভিনেত্রীকে দেখা যাবে লড়াইয়ের ময়দানে। বড় পর্দায় মুক্তি পেটে চলেছে ‘ঝুলন গোস্বামীর’ বায়োপিক। বাঙালির গর্ব এই ক্রিকেটারের চরিত্রে দেখা অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। চাকদহ থেকে বিশ্ব ক্রিকেট ঠিক কতটা ছিল ঝুলনের লড়াই সেই কঠিন বাস্তব দর্শকের সামনে তুলে ধরবে এই ছবি। সদ্যই সমাপ্ত হয়েছে ছবির শুটিং। এবার কেবল মুক্তির অপেক্ষা।

jhulan goswami and anushka sharma

বাস্তব জীবন বেশ আনন্দেই কাটছে এই অভিনেত্রীর। ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। পেয়েছেন মাতৃত্বের স্বাদ। এবার সেই অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগাভাগই করে নিলেন বলিউডের এই অভিনেত্রী। 

1853486571 befunky collage 70 640 360

‘চাকদহ এক্সপ্রেসের’ প্রচার অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই অভিনেত্রী জানান মাতৃত্বের অভিজ্ঞতার কথা। অন্তঃস্ত্বা অবস্থায় প্রথমে নাকি খিদেই পেত না অভিনেত্রীর। তবে হঠাৎ করেই খিদে বেড়ে যায় তাঁর।

additiya

সম্পর্কিত খবর