রাজস্থান সফরে মোদি! গহলৌতকে সরিয়ে পাইলটকে মুখ্যমন্ত্রীর করার টোপ BJP-র? জল্পনার ঝড় মরুরাজ্যে

বাংলা হান্ট ডেস্ক : আজ রাজস্থান (Rajasthan) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভগবান দেবনারায়নের ১১১১ তম জন্ম বার্ষিকী পালনে আজই পৌঁছবেন ভিলওয়ারা গ্রামে। আজই দেব নারায়ণ মন্দির করিডরের সূচনা করবেন নমো। বারাণসী, অযোধ্যা এবং উজ্জয়িনীর মহাকাল মন্দিরের পর রাজস্থানের এই মন্দির হতে চলেছে চতুর্থ হিন্দু পীঠস্থান করিডর।

প্রধানমন্ত্রীর (Prime Minister) ওই একদিনের সফর ঘিরে রাজস্থানের রাজনীতিতে শুরু হয়েছে তোলপাড়। চলছে রাজনৈতিক দর কষাকষিও। অনেকেই মনে করছেন, মোদির এই সফরের সঙ্গে বিজেপির হিন্দুত্বের রাজনীতির থেকেও বেশি যোগ আছে গুজ্জর ভোট নিয়ে নয়া পরিকল্পনা। এমনই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল। ভিলওয়ারা (Bhilwara) হল রাজস্থানের গুজ্জর সম্প্রদায়বহুল জায়গাগুলির অন্যতম। সরাই মাধোপুর, ঢোলপুর, অলওয়ার জয়পুরেও গুজ্জর সম্প্রদায়ের সংখ্যাই বেশি। রাজস্থানের ভোট রাজনীতিতে যে সম্প্রদায়ের গুরুত্ব অনস্বীকার্য।

Untitled design 2022 09 09T132152.134

গুজ্জর সম্প্রদায়ের নেতা হলেন বিক্ষুব্ধ কংগ্রেসি, রাজ্যের প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী শচীন পাইলট। রাজস্থানের বর্তমান কংগ্রেস মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সঙ্গে তাঁর সম্পর্ক মোটেও ভালো ন। রাজ্যে বিধানসভার ভোটের আর মাস দশ বাকি। মুখ্যমন্ত্রীর হওয়ার ইচ্ছা পূর্ণ করতে শচীন ইতিমধ্যে রাজ্য সফরে বেরিয়েছেন।

মরুরাজ্যে ক্ষমতায় ফিরতে গুজ্জর ভোট ব্যাঙ্ককে পাখির চোখ করেছে বিজেপি। গতবার বিজেপির ক্ষমতা হাতছাড়া হওয়ার প্রধান কারণ ছিল গুজ্জর সম্প্রদায়ের ক্ষোভ। বিজেপির বসুন্ধরা রাজের সরকারের বিরুদ্ধে গুজ্জর কৃষকদের আন্দোলন দমন করতে পুলিস গুলি চালালে পাঁচ বছরে ৭৩ জন কৃষক মারা যান। নিজের সমাজের লোকের মৃত্যুকে হাতিয়ার করে পথে নেমে দলকে ক্ষমতায় আনেন শচীন। কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন পূরণ হয়নি তাঁর। রাজস্থানের রাজনৈতিক মহলের খবর, রাজ্যে ক্ষমতায় ফিরতে বিজেপি শচীনকে মুখ্যমন্ত্রী করার লোভ দেখিয়েছে।

রাজস্থানে শচীনের বিজেপিতে যোগদানের রাস্তা প্রশস্ত করতেই তাঁর গুজ্জর সমাজের আরাধ্য ভগবান দেব নারায়ণ মন্দির করিডর চালু করতে চলেছেন প্রধানমন্ত্রী, এমনটাই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল।

Sudipto

সম্পর্কিত খবর