বাংলাহান্ট ডেস্ক: বিজেপির (Bharatiya Janata Party) তারকা বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chatterjee) তৃণমূলে (Trinamool Congress) যোগের সম্ভাবনা নিয়ে গুঞ্জন অব্যাহত। কয়েক দিন আগে তৃণমূলের অফিসে হিরণের বসে থাকার ছবি ভাইরাল করে গুঞ্জন ছড়ানো হয়েছিল, ফের ফুল বদলাচ্ছেন খড়গপুর বিধায়ক। শনিবার সাংবাদিক বৈঠক করে ছবিটি বিকৃত করার অভিযোগ আনলেন তিনি। সঙ্গে স্পষ্ট জানিয়ে দিলেন, তিনি বিজেপিতেই আছেন এবং থাকবেন।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবিতে পশ্চিম মেদিনীপুরের জেলা কোঅর্ডিনেটর অজিত মাইতিকে দেখা গিয়েছিল হিরণের পাশে। কিন্তু সাংবাদিক বৈঠকে প্রাক্তন অভনেতা বলেন, তিনি কলকাতার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যে ত্যাগ করে বিগত দু বছর বছর ধরে খড়গপুরে রয়েছেন। কখনো বিশ্ব হিন্দু পরিষদের ঘরে কখনো ছোট বাড়ি ভাড়া করে থেকেছেন।
হিরণ বলেন, যেকোনো অভাব, অভিযোগ দূর করেছেন বাসিন্দাদের। করোনার সময়ে খাবার, ওষুধ পৌঁছে দিয়েছেন বাড়ি বাড়ি। তাঁর ভাবমূর্তি নষ্ট করে বিজেপির মধ্যে ভাঙন ধরাতে এসব করা হচ্ছে বলে অভিযোগ করেছেন হিরণ। পাশাপাশি তাঁর আরো দাবি, তৃণমূলের সৎ নেতানেত্রীরা বরং বিজেপিতে যোগ দেওয়ার জন্য তাঁর, মিঠুন চক্রবর্তী এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছেন।
তৃণমূলকে বারংবার ‘চোর’দের দল, এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নাম না করে চোর ডাকতের মক্ষিরানী বলে কটাক্ষ করেছেন হিরণ। তবে তাঁর কথায়, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষকে ব্যক্তিগত ভাবে তিনি শ্রদ্ধা করেন। কারণ দলকে সব বিলিয়ে দিলেও কুণাল ঘোষের নিজস্ব সম্পত্তি বাড়েনি বলেই দাবি বিজেপি বিধায়কের। তাঁর মতে, মুখপাত্র বলেই হয়তো কথাগুলো বলতে বাধ্য হন কুণাল ঘোষ।
তাঁর ভুয়ো ছবি ছড়ানোর অভিযোগেও এদিন বিষ্ফোরক মন্তব্য করেন হিরণ। তিনি বলেন, ২০২১ সাল পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর ভাল সম্পর্ক ছিল। এখন আর নেই। এরপর হয় আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স দিয়ে তাঁর হাতে ঝান্ডাও ধরিয়ে দেওয়া হতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করবে না, কারণ এই সরকার চোর! জোর গলায় মন্তব্য করেছেন হিরণ।