‘যারা ভারতে জন্মেছে তারা সকলেই হিন্দু’, বিস্ফোরক দাবি কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খানের

বাংলা হান্ট ডেস্ক : আবারও বিতর্কিত দাবি কেরালার (Kerala) রাজ্যপাল আরিফ মহম্মদ খানের (Arif Mohammad Khan)। শনিবার হিন্দু সম্মেলনে তিনি বলেন, ‘যারা ভারতে জন্মেছে, এখানের খাবার খেয়েছে তারা সকলেই হিন্দু।’ নিজের বক্তব্যকে জোরালো করতে তিনি আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের (Aligarh Muslim University) প্রতিষ্ঠাতা স্যার সৈয়দ আহমদ খানের (Sir Saiyad Ahmad Khan) বক্তব্যকেও তুলে ধরেন এদিন।

এদিন সভায় আরিফ মহম্মদ বলেন, ‘স্যার সৈয়দ সৈয়দ আহমদ খান নিজেই বলেছিলেন তিনি হিন্দু। তৎকালীন আর্য সমাজের একটি সভায় একথা বলেন তিনি। তিনি মনে করতেন হিন্দু কোনও ধর্মীয় শব্দ নয়, বরং এটি একটি ভৌগলিক শব্দ।’ তিনি এদিন আরও বলেন ‘সৈয়দ আহমদ খান আর্য সমাজের সদস্যদের বলেন আপনারা আমাকে হিন্দু বলুন। হিন্দু একটি ভৌগলিক শব্দ। যারা এই ভারতে জন্মে তারাই হিন্দু হওয়ার অধিকারী।’

kerala governor arif mohammed khan.jpg

কেরালার রাজ্যপালের মতে, ‘সৈয়দ আহমদ বলেছিলেন, ব্রিটিশ ঔপনিবেশিক আমালে হিন্দু মুসলিম শিখ এই শব্দগুলি ব্যবহার ঠিক ছিল। কিন্তু এখন এই শব্দগুলি আর ব্যবহার করা উচিত নয়। বর্তমানে সবাই ভারতবাসী। এবং যারা ভারতীয় ভূখণ্ডে জন্মেছে তারাই হিন্দু হওয়ার যোগ্য। আমরা প্রত্যেকে হিন্দু।’

এই অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী বি মুরলিধরনও উপস্থিত ছিলেন। তিনিও সমর্থন করেন আরিফ মহম্মদ খানকে। তিনি বলেন, ‘গোটা দেশে ষড়যন্ত্র চলছে যাতে মানুষ নিজেকে হিন্দু না ভাবে। স্বাধীনতার আগে সমস্ত রাজা মহারাজারা মন থেকে সমস্ত ধর্মকে শ্রদ্ধা করতেন। সমস্ত ধর্মকে সঙ্গে নিয়ে চলতেন। একই ভাবে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি পড়শি দেশগুলির নিপিড়ীত মানুষগুলির জন্য ভারতের দরজা খুলে দিচ্ছেন।

Sudipto

সম্পর্কিত খবর