দিল্লি-এনসিআরে সক্রিয় খালিস্তানি স্লিপার সেল! বড়সড় হামলার আশঙ্কা রাজধানীতে

বাংলা হান্ট ডেস্কঃ পঞ্জাবের পর এবার রাজধানী। দিল্লি-এনসিআরে (Delhi-NCR) সক্রিয় খালিস্তানি স্লিপার সেল (Khalistan Sleeper Cell), সতর্ক গোয়েন্দা সংস্থা। কিছুদিন ধরেই পশ্চিম দিল্লির বেশ কয়েকটি জায়গায় খালিস্তানের সমর্থনে একের পর এক পোস্টার, দেওয়াল চিত্র সামনে আসছিল। এরপর থেকেই দানা বাঁধছিল রহস্য। তবে কি এবার রাজধানীতে সক্রিয় হচ্ছে খলিস্তান জঙ্গিদের নেটওয়ার্ক? তদন্ত চালাচ্ছিল পুলিশ।

এরই মধ্যে দিল্লি এবং এনসিআরে খলিস্তান জঙ্গিদের স্লিপার সেল সক্রিয় হতে শুরু করেছে বলে সতর্কতা জারি করল গোয়েন্দা সংস্থা। গোয়েন্দা সংস্থাগুলির সূত্রে খবর, রাজধানীতে বড়সড় হামলার ছক কষছে খলিস্তানি জঙ্গিগোষ্ঠীর এই স্লিপার সেল। দিল্লি এবং এনসিআরে তাঁরা বড়সড় হামলা চালাতে পারে বলেই খবর মিলেছে গোয়েন্দাকারীদের হাতে।

পাশাপাশি দিল্লি পুলিশ (Delhi Police) তরফে খবর, বিগত কিছুদিন ধরে বিকাশপুরী, জনকপুরী, পশ্চিম বিহার, পীড়াগরহী সহ পশ্চিম দিল্লির অনেকে জায়গায় খলিস্তানের সমর্থনে পোস্টার এবং দেওয়াল চিত্র দেখা গিয়েছে। তাতেই রহস্য দানা বাঁধে। এরপর দিল্লি পুলিশ তৎপরতার সাথে সেই পোস্টারগুলি সহ দেওয়াল চিত্রগুলি মুছে সরিয়েও দেয়।

terror

ঘটনার পরই রাজধানী সহ আশেপাশের এলাকায় জোর তৎপরতা বাড়িয়েছে দিল্লি পুলিশ। জারি হয়েছে কড়া নিরাপত্তা। পাশাপাশি দিল্লি পুলিশ তরফে খবর, ইতিমধ্যেই এই ঘটনায় স্বতঃপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৫৩-বি (দুই গোষ্ঠীর মধ্যে শত্রুতা) এবং ১২০-বি (ফৌজদারি ষড়যন্ত্র) ধারায় করা হয়েছে এই মামলা। ঘটনার পেছনে কাদের হাত রয়েছে তা খুঁজে বের করতে তদন্তে নেমেছে পুলিশ।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর