বাংলাহান্ট ডেস্ক: সিনেদুনিয়া এখন ‘পাঠান’ (Pathan) জ্বরে আক্রান্ত। শাহরুখ খানের (Shahrukh Khan) কামব্যাক ছবি প্রত্যাশা মতোই পারফর্ম করছে বক্স অফিসে। প্রথম দিন থেকেই হাউজফুল চলছে শো গুলো। শুধু হিন্দি বলয়েই নয়, দক্ষিণেও দাপট দেখাচ্ছে পাঠান। চার বছর পর কিং খানকে বড়পর্দায় দেখার সুযোগ হাতছাড়া করতে রাজি নয় কেউই। এমনকি শাহরুখকে দেখতে কয়েক কিমি রাস্তা উজিয়ে বিহার থেকে পশ্চিমবঙ্গেও এসেছেন মানুষ।
তারকা তৈরি হয় অনুরাগীদের মাধ্যমে। একথা বহুবার শোনা গিয়েছে শাহরুখের মুখে। দীর্ঘ ৩২ বছরের কেরিয়ারে অনুরাগীদের অফুরন্ত ভালবাসা পেয়েছেন তিনি। একটানা ফ্লপ ছবি দেওয়ার পর স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন শাহরুখ। অবশেষে আবারো ফিরেছেন তিনি নিজের ভক্তদের টানে। আর অনুরাগীরাও ঠিক ততোটাই ভালবাসায় ভরিয়ে দিয়েছেন ‘বাদশা’কে। তবে একটি ভাইরাল ভিডিও আরো বেশি করে নজর কেড়ে নিয়েছে সকলের। উন্মাদনা কেমন হতে পারে, এই ভিডিওই তার প্রমাণ।
পাঠান দেখার জন্য দুই ব্যক্তি বিহারের ভাগলপুর থেকে পশ্চিমবঙ্গের মালদায় এসে পৌঁছেছেন। তাদের মধ্যে একজন বিশেষ ভাবে সক্ষম। বন্ধুকে পিঠের উপর তুলে এতটা রাস্তা উজিয়ে ভিন্ন রাজ্যে এসে পৌঁছেছেন ওই ব্যক্তি, শুধুমাত্র পাঠান দেখবেন বলে। মালদায় এক প্রেক্ষাগৃহের বাইরে অপেক্ষা করার সময়ে ভাইরাল হয় দুজনের ভিডিও। শাহরুখের একটি ফ্যানপেজ থেকে শেয়ার করা হয়েছে ভিডিওটি। একজন লিখেছেন, এটাই শাহরুখ খানের ক্যারিশ্মা। বয়কট ট্রেন্ডে তাঁকে বাঁধা যায় না। দর্শকরাই তাঁকে সুপারস্টার বানিয়েছে।
২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে পাঠান। এক বছর আগে থেকেই কামব্যাকের তারিখ জানিয়ে দিয়েছিলেন শাহরুখ। অপেক্ষার দিন গুনছিলেন অসংখ্য কিং খান ভক্তরা। বিতর্ক কম হয়নি ছবিটিকে ঘিরে। বেশ কিছু রাজ্যে পাঠানের মুক্তি রদ করার দাবি উঠেছে। এমনকি ছবি মুক্তির দিন দাঙ্গার পরিস্থিতি পর্যন্ত তৈরি হয়েছে। কিন্তু শাহরুখ ভক্তদের রোখা যায়নি।
A disabled fan of @iamsrk, who cannot walk on his own feet. He rode on his friend's shoulder from Bhagalpur in Bihar to watch the movie #Pathaan at Samsi Pawan Talkies cinema hall in Malda, West Bengal. #Pathaan100crWorldwide
— JUST A FAN. (BRK) (@iamsrkfan_brk) January 26, 2023
প্রথম দিনেই বেশিরভাগ শো হাউজফুল হয়েছে পাঠানের। প্রেক্ষাগৃহের মধ্যে দর্শকদের উল্লাস, ‘ঝুমে যো পাঠান’ এর তালে নাচের ভিডিও ভাইরাল হয়েছে। বলিউডে ইতিহাসও তৈরি করে ফেলেছে পাঠান। গোটা বিশ্বে ব্যবসার নিরিখে চার দিনে প্রায় ৪০০ কোটি টাকা তুলে ফেলেছে এই ছবি।