অন্তঃসত্ত্বা উরফি ! সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই চক্ষু ছানাবড়া নেট নাগরিকদের

বাংলাহান্ট ডেস্ক: শরীরে থাকে না একটি সুতোও। কখনও চুল দিয়ে তো কখনও ফুল দিয়ে বক্ষযুগল ঢাকেন অভিনেত্রী উরফি জাভেদ (Urfi Javed)। তাঁর অদ্ভুত ফ্যাশনের জন্যই ভাইরাল এই অভিনেত্রী। তাঁকে বয়কটের ডাকও একাধিকবার উঠেছে নেটদুনিয়ায়। কিন্তু সেই সমস্ত কিছুকে পাত্তা দিতে নারাজ এই অভিনেত্রী।

তিনি ব্যস্ত থাকেন নিজের জীবন নিয়েই। তাঁর নিজস্ব পছন্দ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী অভিনেত্রী। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও নেহাত কম নয়। দিনের পর দিন সেই সংখ্যা বেড়েই চলেছে।

1652259696 new project 2022 05 11t143118 763

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সাদা বিকিনিতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। রড দিয়ে পেঁচিয়ে ফেলেছেন নিজেকে। তবে এসব কিছুর থেকে দূরে গিয়ে সকলের নজর আটকেছে অভিনেত্রীর স্ফীত উদরে। তাকে দেখে মনে হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা।

উরফি।।।। 1200x675

অনেকেই কমেন্ট বক্সে তুলেছেন সেই প্রশ্ন। যদিও ভক্তদের জবাব নিজেই দিয়েছেন অভিনেত্রী। কেউ কেউ আবার অভিনেত্রীকে কটাক্ষ করতেও ছাড়েননি। তিনি কার সাথে সহবাস করছেন সেই প্রশ্নও তুলেছেন নেটিজেনরা। তবে সমস্ত প্রশ্নের উত্তর নিজেই দিয়েছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by Uorfi (@urf7i)

ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন ,’ পিরিয়েডসের প্রথম দিনেই ছবি শ্যুট করেছি। আর সেকারণেই আমাকে অন্তঃসত্ত্বার মতো দেখতে লাগছে’। অনুরাগীদের উদ্দেশ্য করে অভিনেত্রী আরও লেখেন, ‘মেদহীন পেটের স্বপ্ন দেখেন অনেকেই। কিন্তু এটা একেবারে ভ্রান্ত ধারণা ছাড়া আর কিছুই নয়’।

urfi 20221208111715

হিন্দি টেলিভিশনের হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন এই অভিনেত্রী। ‘দূর্গা’, ‘সাত ফেরে কি হের ফেরি’, ‘বেপান্না’, ‘জিজি মা’ সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেত্রী। তবে বিগ বস ওটিটি শোয়ে প্রতিযোগিতা করে সকলের নজর কারেন অভিনেত্রী।

additiya

সম্পর্কিত খবর