‘মিশুকেরও বান্ধবী হয়ে গিয়েছে, তাহলে কেন নয়?’ দেবশ্রী সম্পর্কে অকপট প্রসেনজিৎ

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে ৩০ বছর পূর্ণ করলেন শাহরুখ খান। তবে বাদশার সফরটা সেলিব্রেট করতে করতে টলিউডের সুপারস্টারকে ভুলে গেলে কিন্তু একেবারেই চলবে না। তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। শিশুশিল্পী হিসাবে অভিনয় শুরু করে আজ নিজেই ‘ইন্ডাস্ট্রি’ হয়ে উঠেছেন তিনি। তাঁরও কিন্তু ৩০ বছর পূর্ণ হয়েছে টলিউডে।

ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবন, দুদিকেই বৈচিত্র্য ভরপুর প্রসেনজিতের। তিন তিন বার বিয়ে, বিচ্ছেদের জন্য অনেকে আড়ালে বাঁকাও হাসেন তাঁকে নিয়ে। কিন্তু নিজের ব্যক্তিগত জীবনের উত্থান পতন কখনো আড়াল করেননি প্রসেনজিৎ। প্রথম স্ত্রী দেবশ্রী রায়কে নিয়ে দীর্ঘদিন কোনো কথা না বললেও সম্প্রতি বিষয়টা নিয়ে নীরবতা ভেঙেছিলেন অভিনেতা।

debasree prosenjit
‘কাছের মানুষ’ এর প্রচারের সময়ে প্রসেনজিৎ বলেছিলেন, ছোটবেলার প্রেমের প্রথম বিয়ে ভেঙে দেড় বছর নিজেকে গৃহবন্দি করে রেখেছিলেন তিনি। সম্প্রতি এক সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে ফের ওঠে দেবশ্রীর প্রসঙ্গ। প্রসেনজিৎ বলেন, অনেক কম বয়সে বিয়ে করেছিলেন তিনি। যদি আর পাঁচ বছর পর করতেন, তাহলে হয়তো আরো পরিণত ভাবে অনেক কিছু সামলাতে পারতেন।

ছোটবেলার বন্ধুত্ব, প্রেমের পর বিয়ে। সেটা ভেঙে যাওয়ার পর প্রসেনজিতের মনে হয়েছিল, সবাই যে জানত তাঁরা একে অপরকে ভালবাসেন, এবার সবাই যদি ভাবে তিনি ভালোইবাসতে পারেননি? এসব ভেবে সবার সামনে বেরোনো বন্ধ করে দিয়েছিলেন প্রসেনজিৎ। দেড় বছর নিজেকে আড়ালে রেখেছিলেন। কিন্তু কোনোদিন কাউকে দোষ দেননি।

এত বছর পর দেবশ্রীর সঙ্গে আবারো কথা বলতে ইচ্ছা করে না? সঙ্গে সঙ্গে প্রসেনজিতের উত্তর, তিনি সবসময় দেবশ্রীকে সম্মান দিয়েছেন। তাঁর মতে, তাঁদের সময়কার শ্রেষ্ঠতম অভিনেত্রী তিনি। উপরন্তু এখন অনেকগুলো বছর কেটে গিয়েছে। ছেলে তৃষাণজিতেরও বান্ধবী হয়ে গিয়েছে। এখন তাঁরা বন্ধু হতেই পারেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর