‘ভূতের মতো’ মেকআপ নিয়ে ট্রোলড শ্রুতি, জবাবে যা বললেন অভিনেত্রী

বাংলা হান্ট ডেস্ক : দর্শকদের বিনোদন দিতে ধারাবাহিকে একাধিক টুইস্ট নিয়ে আসেন নির্মাতারা। কখনও নায়িকার চেয়ে বেশি প্রাধান্য পায় খলনায়িকার চরিত্র। তো কখনও আবার পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন নায়ক কিংবা নায়িকা। তবে এই সমস্ত কিছুকে উপেক্ষা করে একেবারে অন্যরকম টুইস্ট দেখা গেল জি বাংলার (Zee Bangla) পর্দায় সদ্য শুরু হওয়া ‘রাঙা বৌ’ (Ranga Bou) ধারাবাহিকে।

জি বাংলার পর্দায় সদ্য পথ চলা শুরু করেছে ‘রাঙা বৌ’ ধারাবাহিক। মুখ্য চরিত্রে অভিনয় করছেন গৌরব রায়চৌধুরী এবং শ্রুতি দাস। এই ধারাবাহিকের মাধ্যমে ফের নয়ন-দৃপ্ত জুটির দেখা পেয়েছেন দর্শকরা। ‘ত্রিনয়নী’ ধারাবাহিক যথেষ্টই ছাপ ফেলেছিল দর্শকদের মনে। পুরোনো এই জুটি ফিরে আসায় খুশির হাওয়া দর্শকমহলে।

ranga bou 4

হঠাৎ করেই বিয়ে সেরে ফেলেন কুশ-পাখি। শশুর বাড়িতে এখনও নিজের জায়গা পাকাপাকি করে উঠতে পারেননি তিনি। একদিকে গায়ের রং অন্যদিকে সে আবার গ্রামের মেয়ে। সব মিলিয়ে যথেষ্টই সমস্যার মধ্যে দিয়েই দিন অতিবাহিত হচ্ছে পাখির। অন্যদিকে আবার বড়োলোক বাড়ির ছেলে হলেও বাড়ির এক কোণেই পরে থাকে কুশ।

ranga bou new bengali serial shruti das gourab roy chowdhury to pair up again sixteen nine

একটা সময় গ্রামের মেয়েদের বিয়েতে নিজে হাতে সাজিয়ে দিতেন পাখি। কিন্তু তাঁর বৌভাতে তাঁকে যেভাবে সাজিয়ে তোলা হল তা দেখে হাসির রোল উঠল নেট দুনিয়ায়। চড়া মেকআপ মাখিয়ে সাজানো হয় অভিনেত্রীকে । আয়নায় নিজেকে দেখেই ভয় পেয়ে যান পাখি। টেলিভিশনের পর্দায় সেই দৃশ্য ভেসে উঠতেই হৈচৈ পরে যায় দর্শক মহলে।

অভিনেত্রীকে ব্যক্তিগত আক্রমণ করতেও পিছু পা হননি নেট নাগরিক। অভিনেত্রীর কমেন্ট বক্সে গিয়ে অনেকেই লিখেছেন , ‘ রাঙা বৌ ধারাবাহিকে যেভাবে অভিনেত্রীকে সাজিয়ে তোলা হয়েছে, ঠিক সেভাবেই যেন তাঁকে তাঁর বিয়েতে সাজিয়ে তোলা হয়’। যদিও কেবলি ট্রোল নয়। অনেকেই আবার অভিনেত্রীর পাশেও দাঁড়িয়েছেন। যোগ্য জবাব দিয়েছেন ট্রোলারদের।

additiya

সম্পর্কিত খবর