লখনউয়ের পিচ নিয়ে অভিযোগ করেছিলেন হার্দিক! ফলস্বরূপ ছাঁটাই হলেন পিচ কিউরেটর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: ভারতীয় দল (Team India) দুই দিন আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ‘ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়ামে’ জয় তুলে নিয়েছে হাড্ডাহাড্ডি লড়াই করে। সেদিন প্রথমে নিউজিল্যান্ড মাত্র ৯৯ রান তুলেও শেষ অবধি ভারতকে লড়াই করে জয় তুলতে বাধ্য করেছে। সূর্যকুমার যাদব (Suryakumar Yadav) এবং ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) শেষ অবধি ক্রিজে থেকে ভারতের জয় নিশ্চিত করেন।

ভারত ৬ উইকেটে এই ম্যাচ জিতলেও অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমী লখনউয়ের এই পিচ নিয়ে সন্তুষ্ট নন। প্রথমে ব্যাট করে পুরো ২০ ওভার অলআউট না হয়েও মাত্র ৯৯ রান ওই পিচে তুলতে পেরেছিল নিউজিল্যান্ড। তখন সকলেই মনে করেছিলেন এর মূল কারণ হলো স্পিনের বিরুদ্ধে কিউয়িদের দুর্বলতা। কিন্তু পরে যখন ব্যাট করতে নেমে ভারতের টপ অর্ডার সমানভাবে স্ট্রাগল করে তখন অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেন যে টি-টোয়েন্টি ফরম‍্যাটের জন্য এই জাতীয় পিচ প্রস্তুত করা কি আদেও ন্যায্য। দর্শকরা মূলত বিনোদনের জন্যেই বেছে নেন এই ফরম‍্যাটকে। কিন্তু এত লো স্কোরিং ম্যাচ কখনোই যোগ্য বিনোদনের যোগান দিতে পারে না।

এই ব্যাপারে কথা বলতে গিয়ে নিউজিল্যান্ড অধিনায়ক বলেছেন, “আমি উত্তেজিত হয়ে চারিদিকে স্পিনার খোঁজার চেষ্টা করছিলাম। এমনকি আমি পেসারের লকি ফার্গুশনকেও জিজ্ঞাসা করেছিলাম যে ও স্পিন বোলিং করতে পারবে কিনা। আমরা ভাবিনি আমরা ১২ ওভারের বেশি স্পিন বোলিং করতে সক্ষম হব। কিন্তু আমাদের বোধহয় ১৬-১৭ ওভার করতে হয়েছিল শেষপর্যন্ত নানান রকম ভাবে ব্যবস্থা করে। এর থেকেই বোঝা যায় যে পিচের পরিস্থিতি কেমন ছিল?”

hardik santner

হার্দিক পান্ডিয়া বলেছিলেন, “উইকেট দেখে বেশ কিছুটা আশ্চর্য হয়েছিলাম ঠিকই। আমি সাধারণত কঠিন পরিস্থিতিতে খেলাটা পছন্দ করি। সব সময় এমন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকি। কিন্তু কাল স্পিনারদের দিয়েই বোলিং করাতে হয়েছে, পেসারদের বল দেওয়া যাচ্ছিল না। টি-টোয়েন্টির জন্য সাধারণত এরকম উইকেট প্রস্তুত করা হয় না।”

এমন পিচ প্রস্তুত করার জন্য এবার শাস্তির কোপ পড়েছে লখনউয়ের পিচ কিউরেটরের ওপর। তার ওপর নেমে এসেছে সাসপেনশনের খাঁড়া। আসন্ন আইপিএলের কথা মাথায় রেখে লখনউ পিচের জন্য নতুন কিউরেটর হিসেবে নিযুক্ত করা হয়েছে গোয়ালিয়রের সঞ্জয় আগরওয়াল। এই মাঠটি লখনউ সুপার জায়ান্টস দলের হোম ম্যাচগুলি আয়োজন করবে এবং ভারতীয় ক্রিকেট বোর্ড এই জাতীয় পিচে আর কোনও ম্যাচ আয়োজন করবে না।


Reetabrata Deb

সম্পর্কিত খবর