জুনে মার্কিন সফরে যাচ্ছেন নমো! হোয়াইট হাউস থেকে এল নিমন্ত্রণ পত্র, শোরগোল বিশ্ব রাজনীতিতে

বাংলা হান্ট ডেস্ক : ২০২৩ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) ঠাসা কর্মসূচী। রয়েছে একাধিক বিদেশ সফরও। এরই মধ্যে এল খোদ আমেরিকার নিমন্ত্রণ। হোয়াইট হাউস থেকে স্বয়ং রাষ্ট্রপতি জো বাইডেনের (Joe Biden) আহ্বান এল মোদির জন্য। তবে যাত্রার দিনক্ষণ এখনও ঠিক হয়নি বলেই জানা যাচ্ছে।

হোয়াইট হাউসের নিমন্ত্রণের কথা স্বীকার করেছে পিএমও। জুন অথবা জুলাই মাসের কোন দিন নমো মার্কিন সফর করবেন সেই নিয়েই আলোচনা চলছে দুই দেশের বিদেশমন্ত্রকের মধ্যে। দেখা হচ্ছে দুই পক্ষেরই উপযুক্ত সময় কোনটা। কারণ প্রধানমন্ত্রী মোদির এই বছর একাধিক বিদেশ সফর রয়েছে। এছাড়াও দেশের মধ্যেও একাধিক জায়গায় যাবেন নমো।

Prime Minister Modi's phone call to President Joe Biden for the first time

তবে এটা জানা যায়নি যে হোয়াইট হাউস থেকে কে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ পাঠিয়েছেন সফরের জন্য! এই যাত্রা যে রাজকীয় হতে চলেছে তাতে সন্দেহ নেই কোনও পক্ষেরই। এরই সঙ্গে জানা যাচ্ছে, আগামী সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর ব্যস্ত কর্মসূচী রয়েছে। ভারত চলতি বছরে জি২০ সম্মেলনে সভাপতিত্ব করছে। সেপ্টেম্বর মাসেই হতে চলেছে এই সম্মেলনের অধিকাংশ সভা। এছাড়াও আছে নির্বাচন। দেশের ১০ রাজ্যে নির্বাচন রয়েছে এই বছরই। সমস্ত রাজ্যেই সভা করবেন নমো। তাই ব্যস্ততা তুঙ্গে।

ওদিকে, রাষ্ট্রীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভাল এখন আমেরিকা সফরে রয়েছেন। মঙ্গলবার ওয়াশিংটনের মার্কিন সুরক্ষা উপদেষ্টা জেক সুলিবানের সঙ্গে আলোচনাও করেন তিনি। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্ক যে আরও নিবিড় হতে চলেছে তা নিয়ে নিশ্চিত সকল পক্ষই। এমনকি এই সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির সমীকরণ বদলাতে পারে বলেই মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।


Sudipto

সম্পর্কিত খবর