বাংলা হান্ট নিউজ ডেস্ক: গতবছরই একজন পেশাদার ক্রিকেটার হিসেবে নিজের জীবন শেষ করেছেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। লর্ডসে নিজের ফেয়ারওয়েল ম্যাচ খেলেছিলেন চাকদহ এক্সপ্রেস। যদিও তার অবসর পরবর্তী জীবনে তিনি কি করবেন সেটা প্রাথমিকভাবে জানাননি ঝুলন। কিন্তু এবার প্রকাশ্যে এলো তার পরবর্তী পরিকল্পনা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) অফার ফিরিয়ে তিনি আসন্ন মহিলা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (WIPL) মুম্বাই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হতে চলেছেন।
জানা গিয়েছে যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে তাকে দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছিল। কিন্তু সৌরভের সেই প্রস্তাবে সারা দেননি ঝুলন। সৌরভ গতকাল নিজেই এই ব্যাপারটি পরিষ্কার করে দিয়েছেন। সৌরভ বলেছেন, “ঝুলন মুম্বাইয়ে যাচ্ছে। আমাদের তরফ থেকে ওকে অফার করা হয়েছিল ঠিকই, কিন্তু ও মুম্বাইয়ের অফারে সাড়া দিয়েছে।”
প্রসঙ্গত সৌরভ গঙ্গোপাধ্যায় গত অক্টোবর মাসে নিজের বিসিসিআই সভাপতির পদটি হারিয়েছেন। তারপর থেকেই সৌরভের ভবিষ্যৎ কি হতে চলেছে সেই নিয়ে জল্পনা চলছিল। মাঝে তিনি সিএবি সভাপতির জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন এমনটাও শোনা গিয়েছিল। কিন্তু তেমন কিছু হয়নি এবং শেষ পর্যন্ত সৌরভ আগে যে আইপিএল দলের মেন্টরের দায়িত্ব পালন করেছেন সেই আইপিএল দলেই ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ নিযুক্ত হয়েছেন।
কিন্তু মুম্বাইয়ের ফ্র্যাঞ্চাইজিটির সাথে ঠিক কোন চুক্তিতে আবদ্ধ হচ্ছেন ঝুলন? জানা গিয়েছে যে ৪০ বছর বয়সী প্রাক্তন ভারতীয় পেসারকে দুটি ভূমিকায় দেখা যাবে মহিলা আইপিএলে। তিনি প্রাথমিকভাবে মুম্বাইয়ের বোলিং কোচ এবং তারপর মেন্টর হিসেবে সেই দলের সঙ্গে যুক্ত হচ্ছেন। ঝুলনের দীর্ঘদিনের আন্তর্জাতিক কেরিয়ারের অভিজ্ঞতা তাদের কাজে লাগবে বলে মনে করেছে মুম্বাই ফ্র্যাঞ্চাইজিটি।
ঝুলন একা নন, প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মিতালী রাজ-কেও এবার দেখা যাবে আইপিএলে মেন্টরের ভূমিকায়। যদিও প্রথমে শোনা গিয়েছিল যে কোচ নয়, একজন ক্রিকেটার হিসেবেই প্রথম মহিলা আইপিএলের যুক্ত হতে চান মিতালী। কিন্তু শেষ পর্যন্ত তেমনটা সম্ভব হয়নি। তিনি গুজরাট জায়ান্টসের মেন্টরের ভূমিকা পালন করবেন।