‘দেশের বিশ্বকর্মাদের উৎসাহ দেবে এই বাজেট’, দেদার প্রশংসা মোদির!

বাংলা হান্ট ডেস্ক : আজই পেশ হল কেন্দ্রীয় বাজেট। ২০২৩-২৪-এর এই বাজেটের উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। বুধবার সংসদের অধিবেশনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের (Nirmala Sitharaman) বাজেট পেশের পর একটি ভিডিয়ো বার্তা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘এই বাজেট অমৃতকালের প্রথম বাজেট। বিকশিত ভারতের স্বপ্নপূরণের লক্ষ্যে এই বাজেট বীজ বপন করল। গরিব, কৃষক, মধ্যবিত্ত সহ দেশের সমস্ত নাগরিকের স্বপ্নকে সফল করবে এই বাজেট। এই জনমোহিনী বাজেটের জন্য নির্মলা সীতারমন এবং তাঁর গোটা দলকে সারা দেশের তরফ থেকে অসংখ্য অভিনন্দন। উচ্চাঙ্খাক্ষী ভারতের স্বপ্নকে বাস্তব রূপ দেবে এই বাজেট।’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন বাজেটের প্রশংসা করতে গিয়ে বলেন, ‘কোটি কোটি বিশ্বকর্মা রয়েছেন এ দেশে। তাঁরাই দেশ গড়ার কারিগর। তাঁরাই দেশ নির্মাণ করেছেন। তাঁদের পরিশ্রমেই দেশ গড়ে ওঠে। এই বাজেটে সেই সকল বিশ্বকর্মাকেই উৎসর্গ করা হয়েছে। সরকার সর্বদা তাঁদের পাশে রয়েছে। এই বাজেট তা সুস্পষ্ট করেছে।’

Modi 1

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘এই বাজেট গরিবদের স্বপ্নপূরণ করবে। গ্রামবাসী, দরিদ্র এবং মধ্যবিত্তদের জন্য এই বাজেট। বঞ্চিতদেরই সর্বাপেক্ষা গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে।’ এরই সঙ্গে নমো আরও বলেন, ‘কর্মরত কিংবা গৃহকন্যার কাজে নিযুক্তদের পাশে দাড়িয়েছে সরকার। তাঁদের জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে এই বাজেটে। তাঁরা যাতে আরও সাহসের সঙ্গে এগিয়ে যায়, তার জন্যই এই বাজেট। তাঁদের জন্য বিশেষ প্রকল্পের ঘোষণাও করা হয়েছে। আমি জানি, ওরা কতটা পরিশ্রমী। একটু সাহায্য করলেই ওরা চমৎকার দেখাতে পারে। আর তাই সরকার সবসময় ওদের পাশে রয়েছে। এই বাজেটে তা আরও স্পষ্ট হয়েছে। জন ধন যোজনার পর এই প্রকল্প দেশের মা বোনদের আরও অনেক সুবিধা দিতে চলেছে।’

২০১৯-এ দ্বিতীয়বার নরেন্দ্র মোদি ক্ষমতায় আসার পর থেকে ক্রমাগত বাড়তে শুরু করে জ্বালানির দাম। ইতিমধ্যেই ১০০ টাকা ছাড়িয়ে গিয়েছে পেট্রোলের দাম। এর পাশাপাশি রান্নার গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও বেড়েছে অস্বাভাবিক হারে। এই পরিস্থিতিতে বাজেট আদৌ মধ্যবিত্তদের জন্য কতটা জনমোহিনী, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিরোধী শিবির।

Sudipto

সম্পর্কিত খবর